এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ ডিসেম্বর : বুধবার মুম্বই সফরে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জাতীয় সঙ্গীতের অপমান করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি । এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বৃহস্পতিবার শুভেন্দু বলেন, ‘দরকার পড়লে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অসম্মান করার জন্য এফআইআর দায়ের করব । উনি তাঁর রাজনৈতিক উপদেষ্টার কথামত কাজ করছেন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হতে চাইছেন । কিন্তু মানুষ নরেন্দ্র মোদীর পক্ষে আছেন । পরবর্তী নির্বাচনে মানুষ ওনাকে চার’শর অধিক আসনে জেতাবেন ।’
প্রসঙ্গত,গত মঙ্গলবারই তিনদিনের সফরে মুম্বই গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার মুম্বইতে তিনি এক সাংবাদিক সম্মেলনে যোগ দেন । সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীত গাইবার জন্য মাইক্রোফোন হাতে নিয়ে উঠে দাঁড়ান । কিন্তু তিনি পুরো গানটি না গেয়ে মাঝপথেই বসে পড়েন বলে অভিযোগ । আর এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি ।
বিজেপির মুম্বই ইউনিটের সম্পাদক বিবেকানন্দ গুপ্ত শহরের পুলিশ কমিশনার হেমন্ত নাগরালের কাছে একটি চিঠি পাঠিয়ে এনিয়ে অভিযোগ জানিয়েছেন । চিঠিতে তিনি লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় সঙ্গীত গাইতে গাইতে হঠাৎ বন্ধ করে দিয়েছিলেন । এটা জাতীয় সঙ্গীতের অসম্মান । তিনি ‘প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট ১৯৭১’-এর ধারা ৩-এর অধীনে অপরাধ করেছেন ।’ যদিও তিনি তথাকথিত ওই ঘটনার বিবরন দেননি । তবে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার দাবি করেছেন মুম্বাইয়ের ওই বিজেপি নেতা ।।
ছবি : সোশ্যাল মিডিয়া ।