দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০২ ডিসেম্বর : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যঙ্কের একটি শাখায় চুরির ঘটনায় ওই ব্যাঙ্কের এক চতুর্থ শ্রেণীর কর্মীসহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম সঞ্চিত কুমার ঘোষ ও বিনোদ শেখ । ধৃতদের মধ্যে সঞ্চিত ওই ব্যাঙ্কের শাখার চতুর্থ শ্রেণীর কর্মী । তাঁর বাড়ি কান্দরা গ্রামের পূর্ব পাড়ায় । একই গ্রামের পাঠানপাড়ার বাসিন্দা বিনোদ । বুধবার রাতে গ্রেফতারের এদিন বৃহস্পতিবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে পাঠায় পুলিশ । পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক ধৃতদের ৫ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন ।
জানা গেছে,কেতুগ্রাম থানার কান্দরায় রয়েছে ব্যাঙ্কের ওই শাখাটি । গত মঙ্গলবার ব্যাঙ্ক ম্যানেজার গৌতম মুখোপাধ্যায় কেতুগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগে তিনি জানান, শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকার পর সোমবার সকাল ১০ টা নাগাদ ব্যাঙ্কে এসে দেখেন ব্যাঙ্কের স্ট্রংরুমের দরজা খোলা অবস্থায় রয়েছে । লন্ডভন্ড হয়ে রয়েছে স্ট্রংরুমের জিনিসপত্র । সেফের মধ্যে চাবি লাগানো থাকলেও বুঝতে পারেন সেটি কেউ খোলার চেষ্টা করেছে । পাশাপাশি তিনি পুলিশের কাছে জানান, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা ব্যাঙ্ক বন্ধ করে চলে যান । পরের দিন ব্যাঙ্ক বন্ধ থাকলেও পরিষ্কারের জন্য ব্যাঙ্ক খুলেছিল চতুর্থ শ্রেণীর কর্মী সঞ্চিত কুমার ঘোষ ।
জানা গেছে,অভিযোগ পাওয়ার পরেই ব্যাঙ্কের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কেতুগ্রাম থানার পুলিশ । শেষে ব্যাঙ্কের চতুর্থ শ্রেণীর কর্মী সঞ্চিত কুমার ঘোষ ও বিনোদ শেখকে পুলিশ গ্রেফতার করে । তবে ব্যাঙ্ক থেকে ঠিক কি চুরি গেছে তা জানা যায়নি ।।