দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গাঁফুলিয়া থেকে বনকাপাসি পর্যন্ত পাকা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা । বৃহস্পতিবার সকালে কাটোয়ার গুসুম্বা বাসস্ট্যাণ্ডের কাছে শতাধিক গ্রামবাসী জড়ো হয়ে পথ অবরোধ করে রেখে তুমুল বিক্ষোভ দেখান । গ্রামবাসীদের অভিযোগ,পূর্ত দপ্তরের অধীন ওই সড়ক পথটি দীর্ঘ দিন ধরে সংস্কার হয়নি । ফলে অত্যন্ত বেহাল অবস্থায় রয়েছে । রাস্তার মাঝে কোথাও বড়সড় খানাখন্দ হলে দপ্তর থেকে ইঁটের টুকরো ও মোরাম দিয়ে দায়সারাভাবে বুজিয়ে দিয়ে যাওয়া হচ্ছে । যদিও দিন কতক পড়েই ইঁটের টুকরো ও মোরাম উঠে গিয়ে একই অবস্থার সৃষ্টি হচ্ছে । ফলে বিপাকে পড়তে হচ্ছে গ্রামবাসীদের । এদিন পূর্ত দপ্তরের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অবরোধকারীরা ।
এদিকে অবরোধের জেরে ওই সড়ক পথ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাটোয়া থানার পুলিশ । পুলিশ বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে । কিন্তু অবরোধ চলতে থাকে । পরে স্থানীয় আলমপুর পঞ্চায়েতের প্রধান নজরুল ইসলাম ঘটনাস্থলে আসেন । শেষে তাঁর আশ্বাসে অবরোধ ওঠে । প্রধান জানিয়েছেন, গাঁফুলিয়া মোড় থেকে বরমপুর পর্যন্ত রাস্তার ৫ কিলোমিটার অংশ সংস্কারের জন্য ৫ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ করেছে পূর্ত দফতর । শীঘ্রই কাজ শুরু হবে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,গাঁফুলিয়া থেকে বনকাপাসি সড়কপথটি প্রায় ৮ কিমি দীর্ঘ । এই সড়ক পথটি ১৫ নম্বর রাজ্য সড়কের সঙ্গে ৬ নম্বর রাজ্য সড়কের মধ্যে সংযোগকারী রাস্তা । ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কপথটি । প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে এই পথে । কিন্তু এত গুরুত্বপূর্ণ সড়ক পথ হওয়া সত্ত্বেও দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পূর্ত দপ্তর থেকে রাস্তার কোনও সংস্কার হয়নি বলে অভিযোগ । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই সড়ক পথটি । তার ফলে দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের । মাঝে মধ্যে দপ্তর থেকে রাস্তার খানাখন্দ ইঁটের টুকরো,মোরাম দিয়ে বুজিয়ে দেওয়া হলেও ভালোভাবে সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ গ্রামবাসীদের ।
এদিন ক্ষিপ্ত গ্রামবাসীরা সড়ক পথ সংস্কারের দাবিতে ও দায়সারাভাবে কাজ করার প্রতিবাদে পথ অবরোধ শুরু করে দেয় । তাঁরা এদিন রাস্তা বাঁশ দিয়ে ঘিরে রাস্তার উপর আধলা ইঁট, তালগাছ ফেলে তুমুল বিক্ষোভ দেখান । শেষে স্থানীয় পঞ্চায়েত প্রধানের আশ্বাসে প্রায় সাড়ে ৩ ঘন্টা পর অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা ।।