এইদিন ওয়েবডেস্ক,অন্ডাল(পশ্চিম বর্ধমান),০২ ডিসেম্বর : নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে । পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানা এলাকার কাজোরা গ্রামের এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ । পুলিশ অভিযুক্তকে শিক্ষককে আটক করে থানায় আনে । নির্যাতিতা কিশোরীর পরিবারের তরফ থেকে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,কাজোরা গ্রামের বাসিন্দা প্রৌঢ় ওই গৃহশিক্ষকের বাড়িতে রয়েছেন স্ত্রী ও এক মেয়ে । মেয়ে কলেজ পড়ুয়া । গ্রামের ভিতরে একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি সেখানে টিউশন পড়ান । ঘটনাটি ঘটে বুধবার সকালে । অভিযোগ,পড়ানো শেষ হলে সবাইকে ছেড়ে দেওয়া হলেও ওই কিশোরীকে অঙ্ক করানোর অছিলায় আটকে রেখে দেওয়া হয় । তারপর ওই প্রৌঢ় মেয়েটির শ্লীলতাহানী করে বলে অভিযোগ ।
জানা গেছে,মেয়েটি বাড়ি ফিরে এসে তাঁর মাকে ঘটনার কথা জানায় । এরপর বিষয়টি জানাজানি হতেই পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন । খবর পেয়ে ঠিক সময়ে পুলিশ চলে এলে কোনও অশান্তির ঘটনা ঘটেনি । যদিও ওই গৃহশিক্ষকের মেয়ের দাবি,রাজনৈতিক প্রতিহিংসার কারনে তাঁর বাবাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে ।।