এইদিন ওয়েবডেস্ক,ভুবনেশ্বর,০২ ডিসেম্বর : শনিবার সকাল নাগাদ ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ (Jawad) অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে অনুমান করছে আবহাওয়া দফতর । আবহাওয়া দফতরের মতে,ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণ ওড়িশার জেলাগুলিতে ৩ ডিসেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে । সেই কারনে ৩ ডিসেম্বর থেকে ওড়িশার বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে । দপ্তর থেকে জানানো হয়েছে, প্রবল ঝড়বৃষ্টির কারনে সড়কপথ প্লাবিত হতে পারে। এছাড়া দৃশ্যমানতা খুব কম থাকবে । তাই বিপর্যয় চলাকালীন অপ্রয়োজনে ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ । তবে ঘূর্ণিঝড়ের অবস্থান এবং তীব্রতা উপকূল অতিক্রম করার পরই জানা যাবে বলে জানিয়েছেন দপ্তরের আধিকারিকরা । এদিকে জাওয়াদের প্রভাব পড়তে চলেছে এরাজ্যেও । শনি ও রবিবার কলকাতা সহ বাংলার উপকূল সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপটি বর্তমানে আন্দামান সাগরে অবস্থান করছে । এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ৩ ডিসেম্বর সকালে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরের মধ্যভাগে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে । পরের দিন অর্থাৎ আগামী শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ- ওড়িশা উপকূলে এটি আঘাত হানতে পারে । এর প্রভাবে ওড়িশার উপকূলীয় জেলা এবং অভ্যন্তরীণ জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই কারনে আবহাওয়া দপ্তর থেকে ওড়িশায় গজপতি,গঞ্জাম,পুরী ও জগৎসিংহপুর জেলার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে । পাশাপাশি শনিবার কেন্দ্রপাড়া, কটক, খুরদা, নয়াগড়, কান্ধমাল, রায়গাদা এবং কোরাপুট জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে ।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে,’জাওয়াদ’-এর প্রভাবে শনিবার থেকে এরাজ্যে বৃষ্টিপাত শুরু হবে । কলকাতাসহ পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনি ও রবিবার এই দুই দিন থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাব । ঘূর্ণিঝড়ের কারনে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এরাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।।