এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০১ ডিসেম্বর : ভাড়াটিয়াদের ঘরের আলমারি ভেঙ্গে ২ লক্ষাধিক টাকা চুরি করে নেওয়ার অভিযোগ উঠল খোদ বাড়ির মালিকের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের রুপসা গ্রামে । মঙ্গলবার ভাড়াটিয়াদের অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রাজেন্দ্র ঘোষ(৪৯) । বুধবার ধৃতকে বর্ধমান আদালতে তুলে পুলিশ ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেন বিচারক ।
জানা গেছে,রুপসা গ্রামের বাসিন্দা রাজেন্দ্র ঘোষের দু’তলা পাকা বাড়ি রয়েছে । পরিবার নিয়ে তিনি উপরতলায় বসবাস করেন । নিচের তলায় ভাড়া থাকেন স্থানীয় বালি খাদানের ৪ জন শ্রমিক । অনেক দিন ধরেই তাঁরা রাজেন্দ্র ঘোষের বাড়িতে ভাড়া রয়েছেন বলে জানা গেছে ।
পুলিশ সুত্রে খবর,রাজেন্দ্রবাবুর বাড়ির ভাড়াটিয়া
সৌরভ দাসসহ বাকিরা মঙ্গলবার খণ্ডঘোষ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তাঁরা অভিযোগে জানান, তাঁদের টাকা পয়সা, পোশাক পরিচ্ছদ রাখার জন্য ঘরে একটি আলমারি আছে । সাধারনত আলমারি লক করাই থাকে । কিন্তু মঙ্গলবার তাঁরা কাজ সেরে ঘরে ঢুকে দেখেন আলমারি খোলা অবস্থায় রয়েছে । লকারও ভাঙা । আলমারির লকারে রাখা তাঁদের চারজনের জমানো মোট ২ লক্ষ ৫৫ হাজার টাকা উধাও হয়ে গেছে ।
জানা যায়,অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ । প্রথম থেকেই পুলিশের সন্দেহ বাড়ির মালিক রাজেন্দ্র ঘোষের উপর পড়ে ৷ ঘটনাস্থলে তদন্তে গিয়ে পুলিশ তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ৷ কিন্তু তিনি অসংলগ্ন কথাবার্তা বলায় তাঁকে আটক করে থানায় আনা হয় । শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ । যদিও জেরার প্রথম দিকে কোনও কথা কবুল করেননি ওই ব্যক্তি । শেষে পুলিশ চেপে ধরলে বাড়ির মালিক টাকা চুরির কথা কবুল করে বলে জানা গেছে । এরপর তাঁকে গ্রেফতার করা হয় । পাশাপাশি ধৃতের বাড়ি থেকে এক লক্ষ টাকা উদ্ধার হয়ে বলে জানিয়েছে পুলিশ । পাশাপাশি পুলিশ বাকি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে । বাড়ির মালিকের এহেন কীর্তিতে স্তম্ভিত গোটা এলাকা ।।