শেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০১ ডিসেম্বর : পূর্ব বর্ধমানের ভাতার থানার বানেশ্বরপুর এলাকায় রাস্তার ধারে নয়ানজুলি থেকে এক বছর চল্লিশের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল ভাতার থানার পুলিশ। মৃতের নাম মিস্ত্রি কিস্কু । তাঁর বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলায় সিরসা পাটি এলাকায় । স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,সপ্তাহ দুয়েক আগে দুমকা থেকে একটি জনমজুরের দল ভাতার থানার ছাতনি গ্রামের বাসিন্দা মুক্ত দে নামে জনৈক কৃষকের ধান কাটার কাজ করতে আসে । ওই দলেই ছিলেন মিস্ত্রি কিস্কু । তাঁর মৃগি রোগ ছিল । সম্প্রতি ফের ওই উপসর্গ দেখা দিয়েছিল । তাই তিনি কয়েকদিন ধরে কাজে যাচ্ছিলেন না । দিন তিনেক আগে মিস্ত্রি কিস্কু হঠাৎ বেপাত্তা হয়ে যান বলে জানিয়েছেন দলের বাকি সদস্যরা ।
জানা গেছে,এদিন সকালে বানেশ্বরপুরে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তিকে । খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় ভাতার থানার পুলিশ । তারপর পুলিশ ওই ব্যক্তির পরিচয় জানতে পারলে তাঁর পরিবারের লোকজন ও দলের সদস্যদের খবর দেওয়া হয় । পরে তাঁরা থানায় এসে মৃতদেহ শনাক্ত করেন । প্রাথমিকভাবে পুলিশের অনুমান জলে ডুবেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির । এদিন মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ ।।