শেখ মিলন,ভাতাড়,১১ ডিসেম্বর ঃ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মঘাতী হলেন এক আদিবাসী মহিলা । পুলিশ জানিয়েছে,মৃতার নাম মনি বাস্কি(৩২)। তাঁর বাড়ি ভাতার থানার ধান্দলসা গ্রামে । বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে তাঁকে গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় প্রতিবেশীরা । কিন্তু তার আগেই মৃত্যু হয় ওই মহিলার । শুক্রবার দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠায় পুলিশ ।
জানা গেছে,ধান্দলসা গ্রামে বাপের বাড়ি মনি বাস্কির । শ্বশুরবাড়ি কিছুটা পাশে চান্না গ্রামে । তাঁর সতেরো বছরের একটা ছেলে রয়েছে । ছেলে জয়ন্তর বয়স যখন পাঁচ বছর বয়স তখন স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায় । তারপর থেকে তিনি ছেলেকে নিয়ে ধান্দলসা গ্রামেই বসবাস করছিলেন ।
মৃতার ছেলে জয়ন্ত বাস্কি জানিয়েছে, বুধবার গ্রামে রক্ষাকালীর পূজা ছিল । তাই বিকেলে সে গ্রামে ঠাকুর দেখতে বেড়িয়েছিল । কিন্তু সন্ধ্যা নাগাদ খবর পেয়ে বাড়ি এসে তাঁর মাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পায় । তারপর পাড়ার লোকজনদের সহায়তায় তার মা’কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু মাকে বাঁচানো যায়নি ।
প্রতিবেশীরা জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই একাকিত্ব গ্রাস করতে থাকে মনি বাস্কিকে । তারপর যত দিন যেতে থাকে ততই তিনি অবসাদগ্রস্ত হতে থাকেন । অবসাদ কাটানোর জন্য তিনি নিয়মিত মদ্যপানও করতেন । শেষ পর্যন্ত বুধবার বিকেলে মদ্যপ অবস্থায় নিজের গায়ে কেরোসিন ঢেলে তিনি আত্মঘাতী হন ।।