দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ নভেম্বর : স্কুটি দূর্ঘটনায় গুরুতর আহত হলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার জিআরপি ওসি রিয়াজ সামিম শেখ । আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা জিআরপির এসআই উজ্জ্বল ঘোষও । মঙ্গলবার দুপুর দুটো নাগাদ দূর্ঘটনাটি ঘটে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়ক পথে মঙ্গলকোটের বনকাপাশির একটা বাঁকের কাছে । খবর পেয়ে আহতদের তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে আনে পুলিশ । তবে রিয়াজ সামিম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । দূর্ঘটনার পর থেকেই তাঁর রক্ত বমি হচ্ছে বলে জানা গেছে । যাতে কোনওভাবে চিকিৎসায় বিলম্ব না হয় তাই আহত রিয়াজ সামিম শেখকে গ্রীন করিডোর করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায় কাটোয়া থানার পুলিশ ।
জানা গেছে,এদিন দুপুরে রেল দপ্তরের শীর্ষ আধিকারিকদের একটি দল তদন্তের কারনে মঙ্গলকোটের ভালসুনি গ্রামে যাচ্ছিলেন । একটি
গাড়িতে চড়ে আগে আগে যাচ্ছিলেন আধিকারিকরা । গাড়ির পিছু পিছু স্কুটিতে চড়ে যাচ্ছিলেন রিয়াজ সামিম শেখ ও উজ্জ্বল ঘোষ । স্কুটিটি রিয়াজ সামিম শেখ চালাচ্ছিলেন । স্কুটিটি বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কপথ ধরে যাওয়ার সময় বনকাপাশির একটা বাঁকের কাছে আসতেই দূর্ঘটনার কবলে পড়ে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,সেই সময় স্কুটির পিছনে একটি বাইক আসছিল । বাইকটি স্কুটিটিকে ওভারটেক করতেই স্কুটির সামনের অংশ বাইকের পিছনে ঠেকে যায় । এরপর নিয়ন্ত্রন হারিয়ে স্কুটিসহ ছিটকে পড়েন রিয়াজ সামিম শেখ ও উজ্জ্বল ঘোষ । দূর্ঘটনার দু’জনেই জখম হন । কিন্তু রিয়াজ সামিম শেখ মাথায় গুরুতর আঘাত পান বলে জানা গেছে । খবর পেয়ে দূর্ঘটনাস্থলে ছুটে আসেন কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক ।এদিকে দূর্ঘটনার পরেই বাইক চালক বাইক নিয়ে চম্পট দেয় । পুলিশ তার সন্ধান চালাচ্ছে ।।