এইদিন ওয়েবডেস্ক,থানে(মহারাষ্ট্র),২৯ নভেম্বর : ম্যারেজ হল তখন নিমন্ত্রিতদের ভিড়ে গমগম করছে । চলছে বুফে সিস্টেমে খাওয়া দাওয়া । টেবিলের উপর নামানো বড়সড় পাত্র ভর্তি মাটন কারি । প্লেটে তন্দুরি রুটি । এদিকে কিছুটা পাশেই প্যান্ডেলে তখন ধর্মীয় রীতি মেনে বিয়ের অনুষ্ঠান পর্ব চলছে । সেই সময় বিয়ের প্যান্ডেলে কোনওভাবে আগুন ধরে যায় । নিমেষের মধ্যে সেই আগুন গোটা প্যান্ডেলে ছড়িয়ে পড়ে । আগুন ধরে যায় বেশ কিছু যানবাহনে । যদিও বরাত জোরে প্রাণে বেঁচে যান বর-বধু । এই ভয়ঙ্কর পরিস্থিতির মাঝে তখনও নিশ্চিন্তে মাটন কারি-তন্দুরি রুটির খেতে দেখা গেল বেশ কিছু নিমন্ত্রিতদের । সোশ্যাল মিডিয়ায় দৌলিতে এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি এলাকা থেকে ।
জানা যায়,থানের ভিওয়ান্ডি এলাকায় রয়েছে আনসারী ম্যারেজ হল । রবিবার রাতে সেখানে একটি বিয়ের অনুষ্ঠান ছিল । ম্যারেজ হলের একদিকে চলছে বিয়ের অনুষ্ঠান । অন্যদিকে নিমন্ত্রিতদের খাওয়া দাওয়ার পর্ব চলছে । গভীর রাতের দিকে বিয়ের মন্ডপে আচমকা আগুন ধরে দাউদাউ করে জ্বলতে শুরু করে । আগুন এতটাই ভয়ঙ্কর আকার নিয়েছিল যে মুহূর্তের মধ্যে পুরো বিয়ের প্যান্ডেল পুড়ে ছাই হয়ে যায় ।অনেক কষ্টে বর-কনেকে উদ্ধার করা হয় । তখন ওই পরিস্থিতির মাঝেও কিছু ভোজন রসিককে তাড়িয়ে তাড়িয়ে তন্দুরি রুটি ও মাটন কারির স্বাদ নিতে দেখা যায় । অবশ্য আহারের মাঝে মাঝে তাঁরা অগ্নিকাণ্ডের পরিস্থিতির দিকেও নজর রাখছিলেন ৷
এদিকে থানে পুলিশের কাছ থেকে খবর পেয়ে দমকলের ৬ টি ইঞ্জিন আসে । শেষে দনকল কর্মীদের প্রায় ৩ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে । যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই । তবে ওই ভোজনরসিকদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটাগরিকরা ৷।
ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া ।