এইদিন ওয়েবডেস্ক,সিডনি ২৯ নভেম্বর : ছেলেকে নিয়ে বাইকে চড়ে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়লেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন । ওয়ার্ন তাঁর ছেলে জ্যাকসনের সঙ্গে নিয়ে বাইক চালিয়ে যাওয়ার সময় আচমকা পড়ে যান । তারপর বাইকসহ প্রায় ১৫ মিটার দুরে গিয়ে পড়েন ৫২ বছরের ওয়ার্ন । তবে আঘাত গুরুতর নয় বলে জানা গেছে । দূর্ঘটনার পর নিজেই তিনি হাসপাতালে যান । তবে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । দূর্ঘটনাটি ঘটে রবিবার । এদিন সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের কাছে শেন ওয়ার্ন বলেন, ‘আমার শরীরের কিছু জায়গায় কেটে ছিঁড়ে গেছে । খুব আঘাত পেয়েছি । এদিন সকাল থেকেই শরীরের বিভিন্ন জায়গায় খুব ব্যাথা অনুভব হচ্ছে ।’
শেন ওয়ার্নের টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ১৯৯২ সালের ২ জানুয়ারি । টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ২০০৭ সালের ২ জানুয়ারী । টেস্ট ক্যারিয়ারে মোট ৭০৮ টি উইকেট নিয়েছেন ডান হাতি এই লেগ স্পিনার । অন্যদিকে একদিনের আন্তর্জাতিক
ক্রিকেটে অভিষেক হয় ১৯৯৩ সালের ২৪ মার্চ । ২০০৫ সালের ১০ জানুয়ারি একদিনের ক্রিকেট থেকে অবসর নেন শেন ওয়ার্ন । একদিনের ক্রিকেটে মোট ২৯৩ টি উইকেট নিয়েছেন তিনি ।
ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসাবে দেখা যায় অস্ট্রেলিয়ার এই কিংবদন্তী ক্রিকেটারকে । এদিকে ব্রিসবেনের গব্বায় অ্যাশেজ সিরিজে ধারাভাষ্য দেওয়ার কথা ওয়ার্নের । আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই সিরিজ । তার মধ্যেই তিনি বাইক দূর্ঘটনায় আহত হলেন । এখন অ্যাশেজ সিরিজে আদপেই তাঁকে ধারাভাষ্যকার হিসাবে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে ।।