এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,২৯ নভেম্বর : আস্তে আস্তে বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ ওমিক্রন । ইতিমধ্যে এই ভ্যারিয়েন্ট কানাডা পর্যন্ত পৌঁছে গেছে ৷ কানাডায় ওমিক্রন আক্রান্ত দুই রোগীর সন্ধান পাওয়া গেছে । যারা সম্প্রতি নাইজেরিয়া থেকে কানাডায় আসে বলে জানা গেছে । ওমিক্রন সংক্রমণ ধরা পড়ার পরেই কানাডায় করোনা পরীক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে । এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্টের আসন্ন বিপদের আশঙ্কাকে দেখে জি-৭ গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্য মন্ত্রীদের নিয়ে আপতকালীন বৈঠক ডেকেছে ব্রিটেন । আলোচনার বিষয়বস্তু মূলত ওমিক্রনের বিস্তার এবং এটির নিয়ন্ত্রণের উপায়ের সন্ধান করা । প্রসঙ্গত, জি ৭ ভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র ।
অন্যদিকে অন্যদিকে, করোনা ভাইরাসের নতুন রূপ ‘ওমিক্রন’-এর প্রতি সতর্ক নজর রাখছে সিঙ্গাপুর ।
‘ওমিক্রন’-এর বিস্তারের ঝুঁকি কমাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আগত যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন শিথিল করার সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে সিঙ্গাপুর প্রশাসন ।
সতর্কতামূলক পদক্ষেপে পিছিয়ে নেই ভারতও ।করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টকে রুখতে সতর্কতা বাড়িয়েছে ভারত সরকার । বিদেশ থেকে আগত যাত্রীদের ডিসেম্বর থেকে যাত্রা শুরু করার আগে এয়ার সুবিধা পোর্টালে নেগেটিভ RT-PCR রিপোর্ট আপলোড করতে হবে । গত ১৪ দিনের ভ্রমণের বিবরণও দিতে হবে । রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে । এছাড়া যারা বিপজ্জনক দেশ থেকে ভারতে আসছেন তাদের আসার সাথে সাথেই করোনা পরীক্ষা করা হবে । রিপোর্ট না আসা পর্যন্ত তাদের বিমানবন্দরেই থাকতে হবে । রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে তাদের বাড়িতে বা যেখানেই থাকবেন সেখানে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ।অষ্টম দিনে পুনরায় পরীক্ষা হবে । রিপোর্ট যদি নেগেটিভ আসে তাহলে আগামী সাতদিন নিজেকে নিজেই পর্যবেক্ষণে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ।।