দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : চুরি রুখতে এলাকার মন্দিরগুলির পরিচালন কমিটির সদস্যদের ডেকে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । এই বিষয়ে আলোচনার জন্য রবিবার দুপুরে কাটোয়া শহর ও গ্রামীন এলাকার ৫৪ টি মন্দির কমিটির প্রতিনিধিদের থানায় ডেকে পাঠানো হয়েছিল । সেই সময় এসডিপিও কৌশিক বসাক মন্দির ও সংলগ্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর প্রস্তাব দেন মন্দির পরিচালন কমিটিগুলিকে । এদিন এসডিপিও ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গঙ্গোপাধ্যায়সহ অনান্য পুলিশ আধিকারিকরা ।
প্রসঙ্গত,কাটোয়ায় মন্দিরে চুরির ঘটনার কথা আকছার শুনতে পাওয়া যায় । চলতি বছরের আগস্ট মাসের প্রায় মাঝামাঝি সময়ে কাটোয়ার খাজুরডিহি গ্রামের মহামায়া রাধেশ্যাম মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল । মন্দিরের একাধিক তালা ভেঙে দেবদেবীর সোনা ও রুপোর অলংকারসহ কাঁসা পিতলের যাবতীয় বাসনপত্র চুরি হয়ে যায় । ওই মন্দিরটিতে এনিয়ে মোট ৬ বার চুরি হয়েছে বলে জানিয়েছেন মন্দিরের প্রতিষ্ঠাতা অরুন সাধু । তবে ওই মন্দিরে কোনও সিসিটিভি ক্যামেরা লাগানো না থাকায় দুষ্কৃতিদের সনাক্ত করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে পুলিশকে ।
জানা গেছে,এদিন এলাকার অর্ধ শতাধিক মন্দিরের পরিচালন কমিটির সদস্যদের ডেকে নিজেদের খরচে মন্দিরের ভিতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানোর পরামর্শ দেয় পুলিশ । পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, এর ফলে একদিকে যেমন চুরির ঘটনা কমবে । অন্যদিকে চুরি হলে দুষ্কৃতিদের চিহ্নিত করতে পুলিশের সুবিধা হবে । সেই সঙ্গে মন্দিরের দরজা যাতে শক্তপোক্ত লাগানো হয় সেই দিকেও নজর দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন জানানো হয় ।
উল্লেখ্য,সমস্ত প্রকার অপরাধ রুখতে গোটা এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলতে চাইছে কাটোয়া থানার পুলিশ । সেই লক্ষ্যে কিছু দিন ধরে কাটোয়া, দাঁইহাট শহর ও কাটোয়া শহরের পাশাপাশি গ্রামীণ এলাকাগুলিতেও সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে । এবারে এলাকার মন্দিরগুলিও যাতে সিসিটিভি ক্যামেরার নজরদারির মধ্যে থাকে তার জন্য মন্দির কমিটিগুলিকে উদ্যোগী হওয়ার আবেদন জানালো পুলিশ ।।