এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ নভেম্বর : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) ঘোষণার পর থেকেই এরাজ্যে ঘাঁটি গেড়ে থাকা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে । বাড়ছে অবৈধভাবে বাংলাদেশে পালানোর হিড়িক । আবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছে অনুপ্রবেশকারী । স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে বিএসএফের হাতে ধরা পড়েছে মহিলা এবং শিশুও ৪ জন । ধৃতরা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা । সোমবার ধৃতদের ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় । গত চার দিনে এনিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃতের সংখ্যা দাঁড়াল ৯৮ জন ।
পুলিশ সূত্রে খবর, সোমবার ভোরে ভারত- বাংলাদেশের হাকিমপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশ ফিরে যাওয়ার চেষ্টা করেছিল ওই চার জন। কিন্তু বিএসএফ তাদের ধরে ফেলে ।জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে যে,তারা বেআইনি ভাবে ভারতে ঢুকেছিল । ভারতে ঢুকে বিভিন্ন রাজ্যে গিয়ে ঠিকারদের অধীনে কাজ করছিল । তবে এসআইআর ঘোষণার পরে বিপদে পড়তে পারে এই ভেবে বাংলাদেশে ফিরে যাচ্ছিল ।
এর আগে উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগরের বিভিন্ন সীমান্ত থেকে ৪৮ ঘন্টায় শিশু,মহিলা,পুরুষ সহ ৫৬ জন বাংলাদেশি বিএসএফের হাতে ধরা পড়ে । গভীর রাতে স্বরূপনগরের বিথারির হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষী বাহিনী তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় । ধৃতরা সকলেই বাংলাদেশের সাতক্ষীরার বাগেরহাটের বাসিন্দা । তার আগে গত বৃহস্পতিবার রাতে ১১ জন বাংলাদেশি ধরা পড়েছিল । ধৃতরা বাংলাদেশের সাতক্ষীরার বাগেরহাটের বাসিন্দা ।
এর আগে বৃহস্পতিবার রাতে ১১ জন বাংলাদেশি ধরা পড়েছিল । স্বরূপনগরের তারালি সীমান্ত থেকে ১১ জন ( ৩ শিশু, ৪ মহিলা, ৪ পুরুষ ) বাংলাদেশি নাগরিককে পাকড়াও করেছিল বিএসএফ । এর আগের সপ্তাহেও ১০ জন বাংলাদেশী কে গ্রেফতার করা হয়েছিল। এরা প্রায় সকলেই বাংলাদেশের সাতক্ষীরা, বাগেরহাটের বাসিন্দা ।

