এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২২ মার্চ : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার রসুই গ্রামের অজয়নদের চর থেকে ফের উদ্ধার হল অতি প্রাচীন বিষ্ণুমূর্তি । স্থানীয় এক কৃষক চাষের কাজে মাঠে গেলে নদীর চরে বালি চাপা কালো পাথরের বিষ্ণুমূর্তিটি খুঁজে পান । পরে মূর্তিটি কেতুগ্রাম থানার পুলিশ গিয়ে উদ্ধার করে । আজ শনিবার প্রত্নতত্ব বিশেষজ্ঞ শ্যামসুন্দর বেরার হাতে মূর্তিটি তুলে দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় রাখার জন্য। শ্যামসুন্দর বাবু জানান,মূর্তিটির ভাষ্কর্য ও শিল্পকলা দেখে বোঝা যায় যে আনুমানিক ৯০০ বছরের প্রাচীন । সম্ভবত সেন যুগে এই মূর্তি তৈরি হয়েছিল বলে তিনি মনে করছেন।
প্রসঙ্গত,পূর্ব বর্ধমান জেলার প্রাচীন জনপদগুলির মধ্যে অন্যতম হল মঙ্গলকোট এলাকা । ইতিহাস থেকে জানা যায় অজয় নদের দক্ষিণ-পূর্ব দিকে মঙ্গলকোটের খেঁড়ুয়া অঞ্চলে পাল যুগে বিষ্ণু উপাসকদের বসবাস ছিল। নদীর তীরে নির্জন এলাকায় ছিল প্রচুর মন্দির ছিল । অনুমান যে প্রাকৃতিক বিপর্যয় বা নদীর ভাঙনের কারণে এক সময় মূর্তি-সহ মন্দিরগুলি অজয় নদের গর্ভে চলে যায়।
অজয় নদ কেতুগ্রামের উপর দিয়ে প্রবাহিত হয়ে কাটোয়ায় ভাগিরথীতে গিয়ে মিশেছে । বছরের অনান্য সময় অজয় নদে বিশেষ জল না থাকলেও বর্ষায় রুদ্ররূপ ধারন করে । তখনই জলের তোড়ে প্রাচীন মূর্তিগুলি ভেসে যায় । শীতকালে সাধারণত অজয়নদের জল খুব কম থাকে । আর এই সময়েই নদীর চর থেকে প্রায়ই দেবদেবীর মূর্তি উদ্ধার হয় । এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসের শেষের দিকে কেতুগ্রাম থানার নারেঙ্গা গ্রামের কাছে অজয়নদের চর থেকে এমনই একটি প্রাচীন ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছিল । তার আগে মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রাম থেকে উদ্ধার হয় পাল বা সেন যুগের আরও একটি প্রাচীন বিষ্ণুমূর্তি।।