এইদিন ওয়েবডেস্ক,পাটনা,১৬ সেপ্টেম্বর : বিহারে সাধারন মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢালাও টাকা ঢোকার ঘটনা অব্যাহত । সম্প্রতি খাগরিয়ায় বাসিন্দা এক যুবকের অ্যাকাউন্টে সাড়ে ৫ লাখ টাকা ঢুকেছিল । তার জের কাটতে না কাটতেই ফের একই জেলার বাসিন্দা দুই স্কুল পড়ুয়ার অ্যাকাউন্টে ঢুকলো বিপুল অঙ্কের টাকা । যা দেখে ভিরমি খাওয়ার জোগাড় দুই পড়ুয়ার পরিবারের লোকজনের । জেলার দুই স্কুল ছাত্রের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট 960 কোটি টাকা জমা হয়েছে বলে খবর । উভয় পড়ুয়াই আজমনগর থানার বাঘোড়া পঞ্চায়েতে অবস্থিত পস্তিয়া গ্রামের বাসিন্দা । তাদের অ্যাকাউন্ট উত্তর বিহার গ্রামীন ব্যাঙ্কের ভেলাগঞ্জ শাখায় রয়েছে বলে জানা গেছে ।
প্রসঙ্গত,বিহারে স্কুল পড়ুয়াদের সরকারের তরফ থ্রকে ইউনিফর্ম দেওয়া হয় । ইউনিফর্ম বাবদ টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হয় । গুরুচন্দ্র বিশ্বাস ও অসিত কুমার নামে ওই দুই পড়ুয়া তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা জানতে সম্প্রতি সিএসপি সেন্টারে গিয়েছিল । পাশবই আপডেটের পর তারা জানতে পারে তাদের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকেছে । অমিতের অ্যাকাউন্ট নম্বর 1008151030208001-তে ঢুকেছে ৯০০ কোটির অধিক টাকা । অন্যদিকে গুরুচন্দ্রর অ্যাকাউন্ট 1008151030208081- ৬০ কোটির অধিক টাকা ঢুকেছে ।
এদিকে এই কথা চাওড় হতেই এলাকার বাসিন্দারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে ব্যাঙ্ক অথবা সিএসপি সেন্টারে গিয়ে ভিড় জমাচ্ছেন । ভিড়ের ঠ্যালায় চুড়ান্ত ফাঁপরে পড়েছেন ব্যাঙ্ক কর্মীরা । স্থানীয়দের একাংশ কেন্দ্রের মোদী সরকারে প্রশংসাও শুরু করে দিয়েছেন । কারন ২০১৪ সালে সকলের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । তাঁদের অনুমান এবার ঢুকছে সেই টাকা । যদিও সমঝদাররা বুঝতে পারছেন ব্যাঙ্কের গাফেলতির কারনেই বিপুল অঙ্কের টাকা ঢুকছে কারো কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ।
এদিকে গ্রামীন ব্যাঙ্কের ভেলাগঞ্জের শাখার ম্যানেজার মনোজ গুপ্তও পড়ুয়াদের অ্যাকাউন্টের এত বিপুল অঙ্কের টাকা ঢোকা দেখে বিস্মিত । উনি দুই পড়ুয়ার অ্যাকাউন্টের সমস্ত রকম লেনদেন বন্ধ করে দিয়েছেন । তিনি জানিয়েছেন,বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । ঘটনার তদন্ত চলছে ।।