এইদিন ওয়েবডেস্ক,হেনান,০৯ জানুয়ারী : চীনের তৃতীয় বৃহত্তম জনবহুল এলাকা হেনান প্রদেশের মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষই করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে প্রদেশের স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা । হেনান প্রদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক কমিশনের পরিচালক ক্যান কোয়াচেং বলেছেন যে এই প্রদেশে চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্তই প্রদেশের ৮৯ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে । চীনের সরকারি তথ্য অনুযায়ী, হেনান প্রদেশের মোট জনসংখ্যা ৯ কোটি ৯৪ লাখ । তার মধ্যে প্রায় ৮ কোটি ৮৫ লাখ মানুষই করোনা ভাইরাসে আক্রান্ত । জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা গত বছর ১৯ ডিসেম্বর সবচেয়ে বেশি ছিল,বর্তমানে ক্রমশ সেই সংখ্যা কমে আসছে বলে জানিয়ে ক্যান কোয়াচেং ।
জনসাধারণের চাপে পড়ে শি জিংপিং সরকার জিরো কোভিন নীতি তুলে নেওয়ার পর থেকেই চীনে করোনার দ্বিতীয় ঢেউ দেখা দেয় । ইতিমধ্যে বহু সেলিব্রিটির মৃত্যু হয়েছে চীনে । হাসপাতাল ও শ্মশানগুলিতে ভিড়ে ঠাসা । স্বাস্থ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে । এদিকে চলতি মাসের শেষের দিকে চীনা নববর্ষ উদযাপন হবে । ফলে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে । কারন প্রতি বছরের মত এবারেও লক্ষ লক্ষ মানুষ গ্রামাঞ্চলে দুর্বল বয়স্ক আত্মীয়দের সাথে দেখা করতে বড় শহর থেকে গ্রামগুলিতে যাবে বলে আশা করা হচ্ছে ।
এদিকে চীনে নতুন করে করোনার সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলায় অ্যান্টিভাইরাল, বিশেষ করে মার্কিন সংস্থা ফাইজারের তৈরি প্যাক্সলোভিড ও ভারতের জেনেরিক ওষুধের চাহিদা প্রচুর পরিমাণে বাড়ছে চীনে । বিশ্বের অনান্য দেশ থেকে ব্লাক মার্কেটে ওই সমস্ত ওষুধ কিনছে চীন । পাশাপাশি ওই সমস্ত ওষুধের নকল চীনের বাজার ছয়লাপ হয়ে গেছে । এই বিষয়ে মানুষকে সতর্ক করেছেন চীনের বিশেষজ্ঞরা ।।