এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,৩০ সেপ্টেম্বর : পাকিস্তানের আশ্রয়ে থাকা সন্ত্রাসবাদীদের নিয়ে নাজেহাল ভারতসহ গোটা বিশ্ব ৷ এবারে ভিক্ষুক ও পকেটমারদের রপ্তানিতেও রেকর্ড করে ফেলেছে ওই মুসলিম দেশটি । বিশ্বের বিভিন্ন দেশে আটক ভিক্ষুক ও পকেটমারদের ৯০ শতাংশই পাকিস্তানি । সৌদি আরবের মসজিদুল হারামের মত ধর্মীয় স্থানগুলিতে আটক পকেটমারদের মধ্যে সিংহভাগই পাকিস্তানি রয়েছে বলে বুধবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের স্ট্যান্ডিং কমিটিকে এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রবাসী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার ।
জুলফিকার হায়দার জানান,দেশের বেহাল অর্থনীতির কারনে পাকিস্তান থেকে বিদেশে যাওয়া ভিক্ষুকের সংখ্যা প্রতি বছর উল্লেখযোগ্য হারে বাড়ছে । এই ভিক্ষুকরা ওমরাহ পালনের নাম করে সৌদি আরব ভ্রমণের ভিসা করাচ্ছে । অধিকাংশ মানুষ সৌদি আরবে ভিক্ষা করছে, যেখানে বাকিরা ভিক্ষাবৃত্তির জন্য বেছে নিচ্ছে ইরান, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলিকে । তিনি আরও জানান,ভিক্ষা করার জন্য সাম্প্রতিক সময়ে পাকিস্তানি ভিক্ষুকদের নতুন গন্তব্যস্থল হয়ে উঠেছে জাপান ।
এদিকে পাকিস্তানি ভিক্ষুক আর পকেটমারদের উৎপাতে কার্যত নাজেহাল অবস্থা মধ্যপ্রাচ্যের দেশগুলির । সৌদি আরব এবং ইরাকের মতো দেশগুলি ইতিমধ্যেই ভিক্ষাজীবী এবং পকেটমারদের সে সব দেশে পাঠানো বন্ধ করার জন্য পাকিস্তান সরকারকে সতর্ক করে দিয়েছে । বিশেষ করে মক্কার কাবা মসজিদে পকেটমারদের উৎপাত সামলাতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে সৌদি পুলিশকে ।
প্রসঙ্গত,বিগত অর্থবর্ষেই পাকিস্তানের দারিদ্র্যতার হার ৩৪.৪ শতাংশে চলে যায় । এরপর আরও ১ কোটি ২৫ লক্ষ মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে গিয়েছে পাকিস্তানে । ফলে তাদের অধিকাংশ জন রুটি রুজির টানে ভ্রমণ ভিসায় চলে যাচ্ছে ইরাক, সৌদি আরব ও কাতারের মত দেশগুলিতে । কিন্তু তাদের শ্রমের জন্য দক্ষতা না থাকায় ভিক্ষাবৃত্তি ও পকেটমারিকে পেশা হিসাবে বেছে নিচ্ছে । ইরাক এবং সৌদি আরব সম্প্রতি জানিয়েছে যে পাকিস্তানি ভিক্ষুক আর পকেটমারে উপচে পড়ছে তাদের দেশের জেলেগুলি ।।