এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ সেপ্টেম্বর : মাত্র ২১ সেকেন্ডে ২৮ টি ভারতনাট্যমের মুদ্রা উপস্থাপিত করে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ড’-এ জায়গা করে নিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার দাঁইহাটের ৯ বছরের শিশু মেঘা সরকার । মেঘার মা চম্পা সরকার মণ্ডল বলেন, ‘আমার মেয়ের জন্য ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ড’ থেকে শংসাপত্রসহ পুরষ্কার পাঠিয়েছে। মা হিসাবে আমি গর্বিত ।’ শুধু মেঘার মা বা তার পরিবারই নয়,তার এই কৃতিত্বে গর্বিত কাটোয়াবাসী ।
জানা গেছে, দাঁইহাট শহরের ৯ নম্বর ওয়ার্ডের চর পাতাইহাট এলাকার বাসিন্দা চম্পা সরকার মণ্ডল প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন । তাঁর একমাত্র মেয়ে মেঘা । স্থানীয় একটি স্কুলে সে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে ।
চম্পাদেবী জানান,ছোট থেকেই তাঁর মেয়ের নাচের প্রতি ছিল অসম্ভব আগ্রহ । ছোট বয়সে টিভিতে দেখে দেখে নাচের বিভিন্ন মূদ্রা অভ্যাস করত । এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে যে সমস্ত নৃত্য প্রতিযোগিতা হত তাতে অংশগ্রহন করত তার মেয়ে । অনেক পুরষ্কারও পেয়েছে । নাচের প্রতি মেয়ের এই আগ্রহ দেখে তিন বছর বয়স থেকে তাকে স্থানীয় এক নৃত্যশিল্পীর কাছে তালিম নেওয়ার জন্য পাঠাতে শুরু করেন তিনি । আর অল্প দিনেই কথাকলি, কুচিপুড়ি, কত্থক, ভারত নাট্যম প্রভৃতি ধ্রুপদী নৃত্যে মেয়ে পারদর্শী হয়ে ওঠে ।
জানা গেছে,বিগত চার মাস ধরে অনলাইনে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ড’-এর প্রতিযোগিতা চলছিল । তাতে ধ্রুপদী নৃত্য সেই প্রতিযোগিতায় অংশ নেয় দাঁইহাটের ছোট্ট মেঘা সরকার । প্রতিযোগিতায় সে নিখুঁতভাবে ২৮ টি মুদ্রা উপস্থাপিত করে মাত্র ২১ সেকেন্ডে । আর তাতেই বাজিমাত করে ছোট্ট মেঘা । শেষ পর্যন্ত তাকেই সেরা নির্বাচিত করেন বিচারকমণ্ডলী ।।