এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ জানুয়ারী : “সারেরেগামাপা”র লিটল চ্যাম্পে সেরা নির্বাচিত হল সিকিমের ৯ বছরের জেটসিন দোহনা লামা(Jetsin Dohana Lama) । অসাধারণ প্রতিভাবান শিশু জেটসিন গত তিনমাস ধরে গানের এই শোতে দর্শকদের মনোরঞ্জন করছে । অবশেষে জুরিদের মন জয় করে গ্র্যান্ড ফাইনালে বিজয়ীর ট্রফির পাশাপাশি ১০ লাখ টাকা পুরস্কারও জিতে নিয়েছে জেটসিন । লিটল চ্যাম্পের মঞ্চে জয়ের ট্রফি হাতে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এই খুদে গায়িকা । রিয়েলিটি শো ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এ আলোড়ন সৃষ্টি করার জন্য এর আগে মণিপুরের মুখ্যমন্ত্রী গত বছর ১৮ ডিসেম্বর উত্তর-পূর্ব রাজ্য সিকিমের জেটসন ডোনা লামাকে অভিনন্দন জানিয়েছিলেন ।
প্রতিভাবান শিশুদের সুন্দর কন্ঠে শোভিত অনুষ্ঠানটি গত তিন মাস ধরে টিভিতে সম্প্রচারিত হচ্ছিল ।শীর্ষ ৬ প্রতিযোগী ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’ সিজন ৯ এর ফাইনালে জায়গা করে নেয়। এর মধ্যে হর্ষ সিকান্দার, রাফা ইয়াসমিন, অথর্ব বক্সী, অতনু মিশ্র, জেটশেন লামা এবং ন্যায়েশ্বরী ঘাডগের নাম রয়েছে । ৯ বছর বয়সী জেটশেন দোহনা লামা চ্যাম্পিয়ন হয় । যেখানে হর্ষ সিকান্দার প্রথম রানার আপ এবং নয়নেশ্বরী ঘাডগে দ্বিতীয় রানার আপ হয়েছে ।
সা রে গা মা পার লিটল চ্যাম্পস গ্র্যান্ড ফিনালেতে অংশ নিয়েছিলেন বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ । প্রতিযোগী হর্ষ সিকান্দারের পারফরম্যান্সে তিনি এতটাই মুগ্ধ হন যে মঞ্চে গিয়ে তিনি ঘোষণা করেন ওই খুদে গায়ককে এক বছরের পেইড ইন্টারনেট এবং বিদ্যুতের বিল দেবেন,বিনামূল্যের গৃহশিক্ষকের ব্যবস্থা করবেন এবং একটি ল্যাপটপ সহ একটি পরিষেবা কেন্দ্রে ভর্তির ব্যবস্থা করবেন যাতে হর্ষ বাড়ি থেকে ক্লাস নিতে এবং দিতে পারে । পাশাপাশি ছোট্ট হর্ষের সাফল্য কামনা করেন জ্যাকি শ্রফ । উল্লেখ্য,৯ বছর বয়সী ফাইনালিস্ট হর্ষ সিকান্দারের বাবা দুর্ভাগ্যজনক মৃত্যুর পরে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছিল । মূলত হর্ষের উপার্জন থেকেই মা ও ভাইবোনদের খরচ খরচা চলে । হর্ষ সাধারণত ভক্তিমূলক গান গেয়ে থাকে । ছোট্ট এই শিশুটির পরিবারের করুন কাহিনী শুনে আবেগ বিহ্বল হয়ে পড়েন জ্যাকি শ্রফ ।।