এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০১ নভেম্বর : মঙ্গলবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাস সন্ত্রাসীদের সাথে লড়াইয়ের সময় ৯ জন সৈন্যের মৃত্যুর কথা ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী(আইডিএফ) । শহীদ সৈন্যরা হলেন জেরুজালেমের লেফটেন্যান্ট এরিয়েল রেইচ(২৪), ক্যাপ্টেন আসিফ লুগার(২১) । ইয়াগুরে সংঘর্ষে শহীদ সার্জেন্ট আদি দানান, ইয়াভনে শহীদস্টাফ সার্জেন্ট হালেল সলোমন(২০),ডিমোনায় শহীদ স্টাফ সার্জেন্ট এরেজ মিশলোভস্কি(২০), ওরানিটে শহীদ স্টাফ সার্জেন্ট আদি লিওন(২০), নিলি এলাকায় শহীদ ইডো ওভাদিয়া(১৯),তেল আবিবে শহীদ লিওর সিমিনোভিচ(১৯),হার্জলিয়ায় শহীদ সার্জেন্ট রোই দাউই(২০) । তাঁদের মধ্যে রাইখ এবং লুগার সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৭৭ তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেছিলেন, বাকি সৈন্যরা গিভাতি পদাতিক ব্রিগেডের তজাবার ব্যাটালিয়নের অংশ ছিলেন । হামাসের ছোঁড়া একটি অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের মধ্যে থাকা একটি সাঁজোয়া যানের আঘাতে গিভাতি সৈন্যরা নিহত হয়। একই ঘটনায় আরও চার সেনা আহত হয়েছেন, যার মধ্যে একজন গুরুতর।
৭৭ তম ব্যাটালিয়নের সৈন্যরা তাদের ট্যাঙ্কটি একটি বিস্ফোরক ডিভাইসের উপর দিয়ে চলে যাওয়ার পরে নিহত হন । একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই সেনা। মঙ্গলবার আইডিএফ ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় পৃথক সংঘর্ষের সময় দুই গিভাতি সেনা নিহত হয়েছেন । এছাড়াও গত দিনে, গাজা উপত্যকায় সন্ত্রাসীদের সাথে পৃথক সংঘর্ষে গিভাটির রোটেম ব্যাটালিয়নের আরেক সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানিয়েছে আইডিএফ ।।