এইদিন ওয়েবডেস্ক,সান সালভাদর,২১ মে : মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের একটি স্টেডিয়ামে ফুটবল ম্যাচ দেখতে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত ৯ জন ফুটবলপ্রেমীর । যদিও পরে স্থানীয় মিডিয়া ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানায় । আহত হয়েছে শতাধিক মানুষ । শনিবার রাতে সালভাদর ফুটবল লিগে আলিয়াঞ্জা এফসি ও এফএএস-এর মধ্যে কোয়ার্টার ফাইনালের খেলা ছিল । রাজধানী সান সালভাদরের কাসকাটলানের মনুমেন্টাল স্টেডিয়ামে আয়োজিত ওই খেলায় হঠাৎ দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হলে হতাহতের ঘটনা ঘটে ।
এল সালভাদর পুলিশ টুইটে জানিয়েছে, কাসকাতলান স্টেডিয়ামে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পদদলিত হয়ে ১০০ জনেরও বেশি আহত হয়েছে এবং তাদের শহর জুড়ে হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ।যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । স্টেডিয়ামের গেট দিয়ে ঢোকার সময় সমর্থকদের মধ্যে হুড়োহুড়ির কারনেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের । সালভাদরের স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো আলাবি টুইটারে বলেছেন যে জরুরি দল মোতায়েন করা হয়েছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
প্রসঙ্গত,আলিয়াঞ্জা এফসি এবং এফএএস মধ্য আমেরিকার সবচেয়ে জনপ্রিয় দুটি ফুটবল দল । যে কারনে শনিবার রাতের খেলায় দু’দলের প্রচুর সমর্থক খেলা দেখতে গিয়েছিল । তবে স্টেডিয়ামে ঢোকার জন্য হুড়োহুড়ি, নাকি দু’দলের সমর্থকদের মধ্যে ঝামেলার কারনে এই ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয় ।।