এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,০১ এপ্রিল : ফের বড়সড় পথ দূর্ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরে । বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদের নিচে পড়ল টাটাসুমো গাড়ি । দূর্ঘটনায় ৯ যাত্রীর মৃত্যু হয়েছে । গুরুতর জখম ৪ জন । বৃহস্পতিবার বিকেল ৫ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোটের তারাওয়ালি বুফলিয়াজ এলাকায় ।
জানা গেছে,গাড়িটি মুরাহ গ্রাম থেকে সুরানকোটের দিকে যাচ্ছিল । চালকসহ ছিল ১৩ জন যাত্রী । হাই ওয়ে ধরে যাওয়ার সময় তারাওয়ালি বুফলিয়াজ এলাকায় আসতেই গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক । তারপর গাড়িটি ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায় । প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগায় । পরে খবর পেয়ে আসে পুলিশ ও সেনাবাহিনী । পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে । হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাকি ৩ জনের মৃত্যু হয় । বেহাল সড়ক আর তার উপর বেপরোয়া গতির কারনেই এই দূর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
মর্মান্তিক এই দূর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা । তিনি নিহতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের চিকিৎসায় সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ।।