এইদিন ওয়েবডেস্ক,পাবনা(বাংলাদেশ),২২ এপ্রিল : হাই প্রোফাইল ইফতার । পার্শ্ববর্তী নামকরা হোটেল থেকে এসেছিল রকমারি খাবার দাবার । আর সেই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৯ বিচারক এবং তাঁদের পরিবারের অন্তত ৩০ জন সদস্য । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পাবনায় । এই ঘটনায় ওই হোটেল মালিক,ম্যানেজারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের নাম হাসানুর রহমান,সাব্বির হোসেন এবং নাজমুস সাদাত মাসুদ । ধৃতদের বিরুদ্ধে বাংলাদেশের নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ।
পুলিশ সুত্রে খবর,পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের একজন বিচারক বুধবার অবসর গ্রহণ করেন । সেই উপলক্ষে ওইদিন সন্ধ্যায় ‘বিদায় ও ইফতার অনুষ্ঠান’ এর আয়োজন করা হয়েছিল । চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) গোলাম কিবরিয়া ও তাঁর অধীনস্থ আদালতের ৯ বিচারকসহ তাঁদের পরিবারের লোকজন ওই ইফতার অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন । খাবার এসেছিল পাবনা শহরের রুপকথা রোডের কাশমেরী হোটেল থেকে । আর সেই খাবার খেয়ে বাড়ি ফেরার পর থেকে একে একে সকলে অসুস্থ অনুভব করতে শুরু করেন । বাকিদের বাড়িতে চিকিৎসা চললেও ৬ জনকে বৃহস্পতিবার রাতে পাবনার শিমলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গেছে ।।