প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ অক্টোবর : একই দিনে পৃথক সড়ক পথে বাস ও ট্রেকার দুর্ঘটনায় জখম হলেন নয় জন। মঙ্গলবার এই দুর্ঘটনাগুলি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না থানার মিরেপোতায় বর্ধমান-আরামবাগ রোড ও জামালপুর থানার জোড়বাঁধে মেমারি-তারকেশ্বর রোডে। জখমদের সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।চালক সহ দুর্ঘটনাগ্রস্ত ট্রেকার ও নয়ানজুলিতে উল্টেপড়া যাত্রিবাহী বাসটি আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,এদিন সকালে যাত্রীবাহী বাসটি জনা ৪০ যাত্রী নিয়ে বর্ধমান- আরামবাগ রোড ধরে বর্ধমানের দিকে যাচ্ছিল।পথে রায়নার মিরেপোতা এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করে যাওয়ার সময়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারান।বাসটি রাস্তার পাশে থাকা ইলেকট্রিক পোলে ধাক্কা মাারর পর আরও খানিকটা এগিয়ে যাবার পর নয়ানজুলিতে গিয়ে উল্টে যায় । এই দুর্ঘটনায় বাসের ৭ জন যাত্রী জখম হন ।পুলিশ ও স্থানীয় মানুষজন দ্রুত ঘটনাস্থলে পৌছে জখম বাসযাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার জেরে এদিন কিছু সময়ের জন্য বর্ধমান আবামবাগ রোডে যানবাহন চলাচল বিঘ্নিত হয় । ক্রেন এনে বাসটি পরে নায়ানজুলি থেকে উদ্ধার করা হয় । বেলায় বর্ধমান-আরামবাগ রোডে স্বাভাবিক হয় যানবাহন চলাচল ।
অন্যদিকে এদিনই বেলা ১২ টা নাগাদ ট্রেকার দুর্ঘটনাটি ঘটে জামালপুর থানার জোড়বাঁধ এলাকায় ।এলাকার বাসিন্দারা জানিয়েছেন , জামালপুর- গোতান রুটের ট্রেকারটিতে কোন যাত্রী ছিল না । চালক ট্রেকারটি মেমারি তারকেশ্বর রোড ধরে দ্রুত চালিয়ে নিয়ে জামালপুরের শুড়েকালনার দিকে যাচ্ছিল । ওই সময়ে দামোদরের চরে ছাগল চড়িয়ে নিয়ে দুই কিশোরী মমতা কোঁড়া (১৫)ও সীতা কোঁড়া (২০)জোড়বাঁধের বাড়িতে ফিরছিল । তাঁরা রাস্তা পারাপার হবার মুহুর্তে ট্রেকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোরীকে সজোরে ধাক্কা মারে ।
তার জেরে গুরুতর জখম হয়ে দুই কিশোরী রাস্তায় লুটিয়ে পড়ে । এই দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ ছড়ায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জখম দুই কিশোরীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জামালপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে । শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁদের স্থানান্তর করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে । বিক্ষুব্ধরা অভিযোগ করেন, ট্রেকার চালক মদ্যপ অবস্থায় ট্রেকার চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে । পুলিশ চালক সহ ট্রেকারটি আটক করেছে ।।