এইদিন ওয়েবডেস্ক,মাদুরাই,২৬ আগস্ট : আজ শনিবার সকালে তামিলনাড়ুর মাদুরাইয়ে লখনউ-রামেশ্বরম ভারত গৌরব দুটি বগিতে আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়েছে । অগ্নিদগ্ধ হয়েছে অন্তত ২০ জন । হতাহতরা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তারা তীর্থযাত্রী । প্রাইভেট পার্টি কোচের যাত্রীরা ট্রেনে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে গিয়ে রান্না করছিলেন এবং রান্না করার সময় সিলিন্ডারে বিস্ফোরণ ঘটায় এই দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে ।
রেলওয়ে সূত্র জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত কোচে মোট ৫৫ জন যাত্রী ছিলেন । ১৬৭৩০ নম্বর ট্রেনটি শুক্রবার নাগেরকয়েল জংশন থেকে ছাড়ে । আজ শনিবার ভোর ৩.৪৭-এ মাদুরাই পৌঁছায় । ট্রেনটি মাদুরাই রেলওয়ে জংশন থেকে এক কিলোমিটার দূরে বদি লেনের (Bodi Lane) কাছে দাঁড় করিয়ে রাখা হয়েছিল ।
জানা গেছে,সকাল ৫ টার দিকে যাত্রীরা কোচের ভিতর গ্যাস সিলিন্ডার জ্বেলে রান্না করছিল । সেই সময় সিলিন্ডারে বিস্ফোরণ হলে দুটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে । আগুন দেখে অনেক যাত্রীই কোচ থেকে নেমে পড়েন। বেশিরভাগ যাত্রী জ্বলন্ত বগি থেকে পালাতে সক্ষম হলেও, বয়স্ক যাত্রীরা সময়মতো বের হতে পারেনি এবং জীবন্ত দগ্ধ হয়ে মারা যান ।
সকাল ৭ টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ছিল দুই, পরে তা বেড়ে পাঁচ এবং এখন নয়জনে দাঁড়িয়েছে ।আগুনে কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন ।।