এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৪ আগস্ট : দিন দুয়েক আগে প্রায় নয় হাজার ভুয়ো সিম কার্ড ও ভুয়ো ই- ওয়ালেট রহস্যের উন্মোচন করেছিল বাঁকুড়া জেলা পুলিশ । তার জের কাটতে না কাটতেই ফের জেলা পুলিশ উদ্ধার করল ৮৮ টি সাধারন মোবাইল । এবারে ঘটনাস্থল ছাতনা থানার আড়রা গ্রাম । এক সঙ্গে অত সংখ্যক মোবাইল পড়ে থাকায় রহস্যের সৃষ্টি হয়েছে । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওটিপির মাধ্যমে টাকা তোলার জন্য মোবাইলগুলিকে কাজে লাগানো হতো ।
স্থানীয় সুত্রে জানা গেছে, আড়রা গ্রামের একটা পুকুর পাড়ে পড়েছিল ওই কি-প্যাড মোবাইলগুলি । শুক্রবার রাতে বিষয়টি গ্রামবাসীদের নজরে পড়ে । এক সঙ্গে অত মোবাইল পড়ে থাকায় সন্দেহ হওয়ায় থানায় খবর দেয় গ্রামবাসীরা । এরপর ছাতনা থানার পুলিশ গিয়ে মোবাইলগুলি উদ্ধার করে আনে । কে বা কারা কি উদ্দেশ্যে মোবাইলগুলি পুকুর পাড়ে ফেলে রেখে দিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।।