এইদিন ওয়েবডেস্ক,গুয়াহাটি,১৭ নভেম্বর : বিগত ২ বছরে আসামের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ৮,৭০০ জন জঙ্গিকে পুনর্বাসিত করা হয়েছে বলে জানালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তাদের মধ্যে ৪,২০৩ জন ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোরোল্যান্ডের (NDFB) ক্যাডার, ১,৯২৬ জন ক্যাডার কার্বি সংগঠনের এবং ১,১৮২ জন বিদ্রোহী আদিবাসী সংগঠনের সদস্য । এই তথ্য দিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন,’বড় সংখ্যক জঙ্গি সহিংসতার পথ পরিহার করেছে এবং একটি নতুন আসাম তৈরিতে আমাদের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে ।’ তিনি আরও বলেন, ‘আত্মসমর্পণ- কাম- পুনর্বাসন নীতি এবং স্বাবলম্বন প্রকল্পের অধীনে তারা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেয়েছে এবং এখন একটি মর্যাদাপূর্ণ জীবন যাপন করছে ।’
এদিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর ২০২৩) আসাম মন্ত্রিসভা রাজ্যের কুকি এবং বেইতি(Kuki & Beitei) সম্প্রদায়কে উপজাতি মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । শীঘ্রই আসাম সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন আসামের মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া।।