এইদিন ওয়েবডেস্ক,ইয়েমেন,২০ এপ্রিল : বুধবার গভীর রাতে ইয়েমেনের রাজধানী সানায় রমজান উপলক্ষে আয়োজিত একটি আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে পদদলিত হয়ে ৮৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন । ঈদ-আল- ফিতরের কয়েকদিন আগে আরব উপদ্বীপের দরিদ্রতম এই দেশটিতে এটিকে সর্বশেষ মর্মান্তিক ঘটনা বলে মনে করা হচ্ছে । আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করেছিল বিদ্রোহী হুথি গ্রুপ । রমজান মাসের উপবাসের সমাপ্তি উপলক্ষে ভোজের মাধ্যমে বিশ্বজুড়ে একটি মুসলিম ছুটি উদযাপন করা হয় । দারিদ্র্যপীড়িত ইয়েমেনের শত শত মানুষ রাজধানী সানার ওল্ড সিটির একটি স্কুলে ৫,০০০ ইয়েমেনি রিয়াল বা প্রায় ৮ ইউএস ডলার নগদ অর্থ নিতে জড়ো হয়েছিল । সেই সময় পদদলিত হওয়ার ঘটনাটি ঘটেছে । নাম প্রকাশে অনিচ্ছুক এক হুথি কর্মকর্তা সংবাদ মাধ্যমের কাছে বলেছেন,’পদদলিত হয়ে ৮৫ জন নিহত এবং ৩২২ জনের বেশি আহত হয়েছে । মৃতদের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে ।’ হুথিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হুথির দাবি, “অতি ভিড়” পদদলিত হওয়ার কারণ । কিন্তু স্থানীয় সূত্রের খবর,আর্থিক সহায়তা বিতরণের অনুষ্ঠানে বন্দুকযুদ্ধ এবং একটি বৈদ্যুতিক বিস্ফোরণ হলে মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে । আর তখনই পদদলিত হওয়ার ঘটনা ঘটে ।
এদিকে সরকারি কর্মকর্তাদের না জানিয়েই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। পদদলিত হয়ে আহত ব্যক্তিদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বলা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । ঘটনার পর পুলিশ স্কুলটি নিজেদের দখলে নেয় এবং স্থানীয় সাংবাদিকসহ লোকজনকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ।এই ঘটনায় হুথি গ্রুপের দুই সদস্যকে আটক করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন,ঘটনার তদন্ত চলছে ।
উল্লেখ্য, ইয়েমেনে আট বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ । ২০১৪ সালে সংঘাত শুরু হওয়ার পরেই ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সানা দখল করে নেয় । পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন করার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটকে হস্তক্ষেপ করতে প্ররোচিত করা হয় । অক্টোবরে মেয়াদ শেষ হওয়ার পরে গত বছর জাতিসংঘের মধ্যস্থতায় ছয় মাসব্যাপী যুদ্ধবিরতি হওয়ার পর থেকে যুদ্ধ নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে । কিন্তু ইয়েমেনের জনসংখ্যার দুই-তৃতীয়াংশেরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে । জাতিসংঘের মতে, হুথি নিয়ন্ত্রিত এলাকার সরকারি কর্মচারীরা বছরের পর বছর বেতন পায়নি । চলতি এই বছর ২১.৭ মিলিয়নেরও বেশি মানুষের অর্থাৎ দেশের দুই তৃতীয়াংশ লোকের মানবিক সহায়তা প্রয়োজন ৷।