এইদিন ওয়েবডেস্ক,আবুজা,২৪ জুলাই : সোমালিয়ায় ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠী আল-শাবাবের অত্যাচারে অন্তত ৮০,০০০ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে নাইজেরিয়ায় । নাইজেরিয়ান কর্তৃপক্ষের তরফে মার্কস এরটো রবিবার বলেছেন যে বাস্তুচ্যুত লোকেদের কিছু অংশ নাইজেরিয়ান সরকারের নিয়ন্ত্রণে থাকা ১১ টি ক্যাম্পে আশ্রয় নিয়েছে । বাকি ১৮,০০০ মানুষকে বর্তমানে একটি মাধ্যমিক বিদ্যালয়ে রাখা হয়েছে । তিনি আরও জানান, নাইজেরিয়ার জরুরী বিভাগগুলি বাস্তুচ্যুতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেছে । তবে এখন পর্যন্ত বাস্তুচ্যুতদের সঠিক কোন সরকারী পরিসংখ্যান পাওয়া যায়নি ।
নাইজেরিয়ার স্থানীয় কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে যে তাদের দেশের সরকার সোমালিয়ায় সংঘাতের অবসান ঘটাতে অশান্ত এলাকায় তাদের শক্তি পুনর্নবীকরণ করেছে । নাইজেরিয়ান সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল তৌরিদ লাগবাজা নিজের দেশের মালভূমি রাজ্য পরিদর্শন করেছেন, যেখানে তিনি সঙ্কটের মূল নির্মূল করার জন্য একটি বিশেষ অভিযানের সূচনা করার কথা ঘোষণা করেছেন।
প্রসঙ্গত,নাইজেরিয়া নিজেই ইসলামি সন্ত্রাস কবলিত একটি দেশ । মূলত দেশটির মালভূমি রাজ্যে জাঁকিয়ে বসেছে বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন । এই মালভূমি রাজ্যেটি দেশটির উত্তর-মধ্য অঞ্চলে অবস্থিত । চলতি বছরের মে মাস থেকে খ্রিস্টান কৃষকদের উপর লাগাতার সন্ত্রাসবাদী হামলা চালিয়ে যাচ্ছে মুসলিম পশুপালকরা । এই রাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ বলছে যে চলতি বছরে এযাবৎ সন্ত্রাসবাদের শিকার হয়েছে কমপক্ষে ৩০০ জন খ্রিস্টান । নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী নিজের দেশে ও সোমালিয়ার ইসলামপন্থী চরমপন্থী, সশস্ত্র অপরাধী চক্র এবং বিচ্ছিন্নতাবাদীদের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে । জাতিসংঘের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে সাল থেকে ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীর হিংসায় ৪০,০০০ এরও বেশি লোক নিহত হয়েছে এবং প্রায় ২০ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে সেই দেশের উত্তর-পূর্বে আশ্রয় নিয়েছে ।।