এইদিন ওয়েবডেস্ক,সোমালিয়া,২৭ ডিসেম্বর : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়েদার শাখা আল- শাবাবের অন্তত ৮০ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে সোমালিয়ার সেনাবাহিনী । সোমালি সেনাবাহিনীর একজন কর্মকর্তা আবদি আবদুল্লাহ মঙ্গলবার বলেছেন, এই দেশের মোদোগ প্রদেশে গত ২৪ ঘণ্টায় এনকাউন্টারে ৮০ জনের মত সন্ত্রাসীকে খতম করা হয়েছে । আবদুল্লাহ আরও জানান, স্থানীয় বাহিনীর সহায়তায় এই অভিযান চালানো হয়।
আনাতোলিয়া বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, সোমালি সেনাবাহিনী গত সপ্তাহে এই এলাকায় আল-শাবাবের বিরুদ্ধে অভিযান শুরু করে। ২০০৭
সালের পর, আফ্রিকার এই দেশটি আল-শাবাব গ্রুপের মারাত্মক হামলার সাক্ষী হয়েছিল। এই সন্ত্রাসী গোষ্ঠীটি সোমালিয়া সরকারকে ধ্বংস করার চেষ্টা করছে।
আল-শাবাব সন্ত্রাসবাদীরা গত কয়েক বছরে মোগাদিশু এবং দেশের অন্যান্য অংশে সোমালি সামরিক বাহিনীর বিরুদ্ধে মারাত্মক হামলা চালিয়েছে। গত বছর সোমালিয়ার প্রেসিডেন্ট পুনর্নির্বাচনের পর এই গোষ্ঠী তাদের হামলা বাড়িয়েছে। কয়েক মাস আগে আল-শাবাবকে নির্মূল করতে আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনীকে সহযোগিতার অনুরোধ করেছিল সোমালিয়া সরকার । কিছু সময় আগে সোমালি কর্তৃপক্ষ ঘোষণা করেছিল যে এই দেশের দক্ষিণ ও কেন্দ্রে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে আল-শাবাবের ১৩০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও সোমালিয়া বাহিনীর যৌথ অভিযানে আল-শাবাবের একজন নেতা খতম হয় তখন ।।