এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ জুন : খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে রবিবার মধ্যরাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছে । অন্তত ১৩০০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে । সোমবার সকালে খিদিরপুর গিয়ে বক্স লাগিয়ে মাইক্রোফোন হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন । এছাড়া ব্যবসায়ীদের জন্য অস্থায়ী দোকানের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর এত অল্প ক্ষতিপূরণের ঘোষণাকে মেনে নিতে পারছেন না ব্যবসায়ীরা । তারা এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং মঙ্গলবার থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন । এদিকে বিস্ফোরক দাবি করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । তার দাবি, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৮০% হিন্দু ব্যবসায়ী এবং কলিম গ্রুপকে জমিটি হস্তান্তরের পরিকল্পনা করা হয়েছে । তার মতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ‘অশুভ যোগসাজশ’ ।
খিদিরপুরের অরফ্যানগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অমিত মালব্য এক্স-এ লিখেছেন,’পশ্চিমবঙ্গের কলকাতা শহরতলির খিদিরপুরে এক ভয়াবহ চিত্র ফুটে উঠছে। ১,৩০০ টিরও বেশি দোকানের আবাসস্থল অরফ্যানগঞ্জ বাজারটি পুড়ে ছাই হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে, এই দোকানগুলির ৮০% হিন্দু ব্যবসায়ীদের মালিকানাধীন ছিল – মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দু ব্যবসায়ীদের সর্বশেষ উল্লেখযোগ্য উপস্থিতি ।’ তার অভিযোগ,’এখন, জমিটি কলিম গ্রুপের(Kalim Group) কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানা গেছে। এটি প্রথম প্রচেষ্টা নয়। বামফ্রন্ট চেষ্টা করেছিল এবং ব্যর্থ হয়েছিল। কিন্তু এবার, তৃণমূল কংগ্রেসের তত্ত্বাবধানে, পরিকল্পনাটি সফল হতে চলেছে বলে মনে হচ্ছে।’
তিনি আরও লিখেছেন,’ঘটনাক্রমেই এটা প্রমাণিত : – দমকল বাহিনীর ২/৩ ঘন্টা বিলম্ব – পর্যাপ্ত জল ছাড়াই দমকলের গাড়ি পৌঁছানো – বাজারের একটি অংশও বাঁচানোর কোনও প্রচেষ্টা নেই এটি কেবল অবহেলা নয় – এটি একটি যোগসাজশ। একটি অশুভ যোগসাজশে স্থানচ্যুত এবং মুছে ফেলার জন্য খেলা চলছে। বিজেপি বাংলা চুপ করে থাকবে না। আমরা মমতা ব্যানার্জি এবং ফিরহাদ হাকিমের এজেন্ডা উন্মোচন করব। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত হিন্দু ব্যবসায়ীর জন্য ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং পুনরুদ্ধারের জন্য লড়াই করব। ভয় দেখানো, সাম্প্রদায়িক পক্ষপাত এবং রাজনৈতিক লাভের জন্য বাংলাকে এভাবে চালানো যাবে না ।’
যদিও সরকারের তরফ থেকে বাজার তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি আরও জানান,কীভাবে আগুন লাগল, কটা দোকান ক্ষতিগ্রস্ত হল, কার কার নামে দোকান ছিল এসবকিছুর তদন্ত হবে ।।

