এইদিন ওয়েবডেস্ক খার্তুম,১৭ এপ্রিল : সুদানে সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (RSF) মধ্যে সংঘর্ষে এযাবৎ ৮০ জনের বেশি নিহত হয়েছে এবং ১,১২৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) । ডব্লিউএইচও জানিয়েছে,গত ১৩ এপ্রিল থেকে খার্তুম প্রদেশ, দক্ষিণ কোর্দোফান, উত্তর দারফুর, উত্তর রাজ্য এবং অন্যান্য অঞ্চলে দেশের দুই পৃথক নিরাপত্তাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে । সুদান সরকার আশঙ্কা প্রকাশ করেছে যে সামরিক অভ্যুত্থানের চেষ্টা করা হচ্ছে । র্যাপিড সাপোর্ট ফোর্সের যোদ্ধারা খার্তুম এবং অন্যত্র বেশ কয়েকটি সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে । তারা মেরো বিমানবন্দর এবং সামরিক ঘাঁটি, খার্তুম বিমানবন্দর এবং সোবা ঘাঁটি দখল করেছে বলে দাবি করেছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে লড়াই এখন রাজধানী খার্তুম শহরে কেন্দ্রীভূত রয়েছে । গত শনিবারেও সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে এখানে সংঘর্ষ হয় । যদিও শনিবার গভীর রাতে সুদানী সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ আবদেল ফাত্তাহ আল-বুরহান, আরএসএফকে ভেঙে দেওয়ার একটি ডিক্রি জারি করেছিলেন। তা সত্ত্বেও দু’পক্ষ ট্যাঙ্ক দিয়ে একে অপরের উপর গোলা বর্ষণ করে । রবিবারও সুদানে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত ছিল । সুদনের সেনা মিগ-২৯ যুদ্ধবিমান দিয়ে আরএসএফ-এর উপর হামলা চালায় ।
আরএসএফ খার্তুমের প্রেসিডেন্ট প্রাসাদ এবং মেরোওয়ে বিমানবন্দরের নিয়ন্ত্রণ দাবি করেছে । যদিও আরএসএফের এই দাবি দৃঢ়ভাবে অস্বীকার করেছে রাষ্ট্রীয় সেনা ।
জানা গেছে,রবিবার বিকাল ৪টা থেকে তিন ঘণ্টার জন্য একটি মানবিক করিডোর খোলার জন্য জাতিসংঘের প্রস্তাবে সম্মত হয়েছে আরএসএফ । এদিকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সের(RSF) মধ্যে লড়াই শেষ করতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে মিশর এবং দক্ষিণ সুদান ।।