এইদিন ওয়েবডেস্ক,কলম্বিয়ায়,০৩ সেপ্টেম্বর : শুক্রবার পশ্চিম কলম্বিয়ায় বামপন্থী গেরিলা সংগঠনের হামলায় ৮ পুলিশকর্মী নিহত হয়েছেন । গুস্তাভো পেত্রো প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা । পেত্রো বলেছেন,’প্রায় ৬০ বছরের সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে এটি নিরাপত্তা বাহিনীর উপর সবচেয়ে মারাত্মক হামলা । পুলিশ টহল দেওয়ার সময় গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা করা হয় ।’ তিনি আরও বলেন,’এই হামলার তীব্র নিন্দা জানাই । হামলায় ৮ পুলিশ সদস্য নিহত হয়েছেন । আমার পূর্ণ সহানুভূতি রয়েছে নিহতদের পরিবারের প্রতি । এই সমস্ত কাজগুলো শান্তির পথে বাধা । আমি কর্তৃপক্ষকে এলাকায় যেতে বলেছি । ঘটনার তদন্ত চলছে ।’
এম-১৯ গেরিলার প্রাক্তন সদস্য গুস্তাভো পেত্রো চলতি বছরের জুনে নির্বাচনে বিজয়ী হন । তিনি জাতীয় মুক্তি সেনা বিদ্রোহীদের সাথে আবার আলোচনা শুরু করে “সম্পূর্ণ শান্তি” খোঁজার প্রতিশ্রুতি দিয়েছেন । কলম্বিয়ার প্রাক-বিপ্লবী সশস্ত্র বাহিনীর যোদ্ধাদের জন্য ২০১৬ সালের শান্তি চুক্তি বাস্তবায়িত করা হয়েছে । চুক্তি অনুযায়ী কম সাজার বিনিময়ে অপরাধী চক্রের আত্মসমর্পণে করানোই হল মূল লক্ষ্য । আর এনিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্গে তারা দর-কষাকষি করছে ।
তবে ভিন্নমতাবলম্বী গোষ্ঠীগুলো তাদের প্রাক্তন নেতৃত্বের মাধ্যমে সম্পাদিত শান্তিচুক্তি প্রত্যাখ্যান করেছে। সরকারের ভাষ্য অনুযায়ী, তাদের সঙ্গে ২ হাজার ৪০০ যোদ্ধা রয়েছেন । সম্প্রতি বেশ কয়েকজন নামকরা ভিন্নমতাবলম্বী কমান্ডার নিহত হয়েছেন। তাঁদের অনেকেই ভেনেজুয়েলা সীমান্তের ওপারে লড়াইয়ে নিহত হন ।
আর এই পরিস্থিতির মাঝে পুলিশের গাড়িতে হামলায় শান্তি চুক্তির প্রক্রিয়া বিঘ্নিত হবে বলে মনে করা হচ্ছে ।
প্রসঙ্গত,কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী মিলিশিয়া এবং মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে । আর এই সংঘাতে ১৯৮৫ থেকে ২০১৮ সাল নাগাদ ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছেন কলম্বিয়ায় ।।