দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১৪ আগস্ট : শিশু ও প্রসূতি মিলে রয়েছে প্রায় ৭০ জন । মিডডে মিলে তাদের জন্য বরাদ্দ ছিল মাত্র ৮ পিস পটল এবং ৫০০ গ্রাম আলু । অবশ্য ডিমও ছিল তার সাথে । কিন্তু এত নামমাত্র শব্জি বরাদ্দ দেখে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের ভাটাকুল গ্রামের পাকাপাড়ার ৩৮০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । বিক্ষোভের জেরে শিশুদের পঠনপাঠন বন্ধ হয়ে যায় । আটকে রাখা হয় সহায়িকাকে । পরে ছুটিতে থাকা কেন্দ্রের কর্মী এলে তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে ক্ষিপ্ত লোকজন । আজ সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । শেষে কেন্দ্রের কর্মী ক্ষমা চেয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয় ।
জানা গেছে,ভাটাকুল গ্রামের পাকাপাড়ার ৩৮০ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কেন্দ্রের কর্মীর নাম চায়না মাজি এবং সহায়িকা আমিনা বেগম । এদিন ছুটিতে ছিলেন কেন্দ্রের কেন্দ্রের কর্মী । সহায়িকা তখন সবেমাত্র রান্নার কাজ শুরু করেছেন । সেই সময় মিডডে মিলের জন্য কি বরাদ্দ হয়েছে তা দেখতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না ঘরে ঢোকেন কয়েকজন অবিভাবক । আর তারা শব্জির বরাদ্দ দেখে তচরম ক্ষুব্ধ হন । অবিভাবকরা গ্রামে এসে বিষয়টি জানালে বেশ কিছু লোকজন জড়ো হয়ে যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে । ক্ষিপ্ত গ্রামবাসীরা সহায়িকা আমিনা বেগমকে আটকে রেখে বিক্ষোভ দেখায় । এদিকে সহায়িকার কাছ থেকে বিক্ষোভের কথা শুনে কেন্দ্রে ছুটে আসেন কেন্দ্রের কর্মী চায়না মাজি । তিনি আসতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় । এদিকে উত্তপ্ত পরিস্থিতি দেখে শিশুদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় । ফলে লাটে ওঠে পড়াশোনা ।
বিক্ষোভকারী লালচাঁদ শেখ বলেন, ‘এদিন আমরা কেন্দ্রের রান্না ঘরে ঢুকে দেখি ৭০ – ৭২ জনের খিচুরির জন্য মাত্র ২৫০ গ্রাম পটল এবং ৫০০ গ্রাম আলু কেনা হয়েছে । চালের মধ্যেই অপরিষ্কার ডিমগুলি ভরে দিয়ে সিদ্ধ করতে দেওয়া হয়েছে ।’ তার অভিযোগ,খাবারের মান নিয়ে আমরা একাধিক বার সতর্ক করেছি । কিন্তু কোনো পরিবর্তন হয়নি ।’
কেন্দ্রের কর্মী চায়না মাজি এদিন সবজি কম দেওয়ার কথা স্বীকার করে নিয়ে বলেন,’সরকারি ভাবে যেদিন যা বরাদ্দ করা হয় তেমনই খাবার দেওয়া হয় । সেই কারনে কোনো দিন ডাল বা শব্জি কম থাকলে পরের দিন পুষিয়ে দেওয়া হয় ।’ বিক্ষোভকারী খোকন শেখের দাবি, ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মিডডে মিলের জন্য সরকারিভাবে কি বরাদ্দ করা হয়েছে তা প্রকাশ্যে আনার ব্যবস্থা করা হোক ।’।