এইদিন ওয়েবডেস্ক,কঙ্গো,১৩ মে : কঙ্গোর পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসলামি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে ।বৃহস্পতিবার দেশটির উত্তর কিভু প্রদেশে এই হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস নামে একটি ইসলামি সন্ত্রাসবাদী গোষ্ঠীকে এই নাশকতার জন্য দায়ি করেছে । ওই গোষ্ঠীটি ২০১৯ সালে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছিল। বেনি টেরিটরি সিভিল সোসাইটি নেতা ওমর কালিসিয়া সাংবাদিকদের বলেন,’আপাতত আমাদের কাছে খবর আছে যে আটজন মারা গেছে, যার মধ্যে চিকিৎসা নিতে আসা অসুস্থ মহিলা-পুরুষ এবং স্বাস্থ্য কেন্দ্রের হিসাবরক্ষক রয়েছে।’ কালিসিয়া আরও বলেন,’একজন নার্স নিখোঁজ, এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয়েছে।’
২০২১ সালের শেষের দিকে, ডিআরসি এবং প্রতিবেশী উগান্ডা মিত্র গণতান্ত্রিক বাহিনী মিলে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে একটি যৌথ সামরিক অভিযান শুরু করে। তবে আজ পর্যন্ত সেই প্রচেষ্টা সফল হয়নি।
স্বাস্থ্যকেন্দ্রে বৃহস্পতিবারের হামলার আগে একই প্রদেশের বাস্তুচ্যুত লোকদের জন্য একটি শিবিরে গত ৩ মে এবং প্রতিবেশী প্রদেশের একটি গ্রামে ৭ মে বোমা হামলা চালিয়েছিল ইসলামি সন্ত্রাসবাদী সংগঠন ।
বৃহস্পতিবার গোমা শহরে, সামাজিক বিষয়ক মন্ত্রী মোডেস্ট মুটিঙ্গা মুতুশায়ি বলেছেন যে বাস্তুচ্যুতদের জন্য শিবিরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে পৌঁছেছে এবং আরও ৩৭ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা নয়জন বলে অনুমান করা হয়েছিল বলে তিনি জানান ।
মুতুশাই রাজধানী কিনশাসা থেকে একটি প্রতিনিধি দলের সাথে গোমা পরিদর্শন করেন এবং হামলার তদন্ত করেন । মার্কিন যুক্তরাষ্ট্র নিকটবর্তী রুয়ান্ডা এবং এম ২৩ নামে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে আক্রমণের জন্য দায়ী করেছে, যা মার্কিন সরকার অভিযোগ করে যে ওই গোষ্ঠীর সাথে রুয়ান্ডার সরকারের সাথে সম্পর্ক রয়েছে। যদিও রুয়ান্ডার সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
কয়েকদিন পর ৭ মে পার্শ্ববর্তী প্রদেশ দক্ষিণ কিভুতে বোমা হামলায় সাতজন নিহত এবং আরও ছয়জন আহত হয়। কর্তৃপক্ষ সেই হামলার জন্যও এম ২৩ নামে ওউ সন্ত্রাসী গোষ্ঠীকেকে দায়ী করে । বর্তমানে ওই সন্ত্রাসবাদী গোষ্ঠী প্রধানত তুতসিসের নেতৃত্বে রয়েছে । ২০২১ সালের পর তারা দেশের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ।।