এইদিন ওয়েবডেস্ক,মক্কা,২০ মে : সৌদি আরবের মক্কায় একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন পাকিস্তানি ওমরাহ তীর্থযাত্রীর জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে মৃতদের মধ্যে দুজন পাকিস্তানের কাসুরের বাসিন্দা এবং দুজন ভেহারির বাসিন্দা বলে জানা গেছে । গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও অন্তত ৬ জন । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর । ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
মক্কা শহরের ইব্রাহিম খলিল রোডে রয়েছে ওই হোটেলটি । সেখানে ছিল বেশ কয়েকজন পাকিস্তানি ওমরাহ তীর্থযাত্রী । শুক্রবার হোটেলের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয় । ক্রমে সেই আগুন অনান্য তলাতেও ছড়িয়ে পড়ে । পাকিস্তানের বিদেশ মন্ত্রালয় এক বিবৃতিতে বলেছে, অগ্নিকাণ্ডের জেরে ৮ পাকিস্তানি মারা গেছে এবং অন্তত ৬ জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছে । জেদ্দায় পাকিস্তানি কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুস্থতা নিশ্চিত করতে এবং শোকাহত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের চেষ্টা করছে । বাংলাদেশসহ অন্যান্য দেশের তীর্থযাত্রীরাও হোটেলে অবস্থান করছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ।।