এইদিন ওয়েবডেস্ক,গিলগিট,০৩ ডিসেম্বর : শনিবার উত্তর পাকিস্তানের চিলাস শহরের কাছে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা । হামলায় ৮ জন যাত্রী নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছে বলে জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন । আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জোহর বলেছেন, শনিবার সন্ধ্যায় জঙ্গিরা বাসে গুলি চালায় এবং আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আঞ্চলিক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী গিলগিটে এক সংবাদিক সম্মেলনে বলেছেন যে বন্দুকধারীরা পাহাড় থেকে বাসে গুলি চালায় ।
কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি এবং গুলি চালানোর উদ্দেশ্য স্পষ্ট নয় ।
চিলাস শহর খাইবার পাখতুনখোয়া প্রদেশের নিকটবর্তী গিলগিট বাল্টিস্তানের পাহাড়ী অঞ্চলে অবস্থিত, যেখানে সাম্প্রতিক বছরগুলিতে হামলা বেড়েছে, যার মধ্যে কিছু পাকিস্তানি তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) দ্বারা হামলার দায় স্বীকার করা হয় ।
প্রসঙ্গত,চিলাস পর্যটকদের জন্য একটি জনপ্রিয় জায়গা এবং এটি নির্মাণাধীন চীন-সমর্থিত বাঁধের কাছে অবস্থিত । এখানে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে । কিন্তু সন্ত্রাসীদের আঁতুড় ঘর পাকিস্তানের এই পর্যটন কেন্দ্রটি আদপেই নিরাপদ নয় ।।