দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৪ অক্টোবর : বোমা-বন্দুকের সংস্কৃতি অব্যাহত পশ্চিমবঙ্গে । পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার বাঁধমুড়া গ্রামের বাসিন্দা জনৈক আজাদ শেখ (৩৫) নামে এক যুবকের বাড়ি থেকে ৮ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ । গোপন সূত্র থেকে খবর পেয়ে শুক্রবার রাতে আজাদের বাড়িতে কাটোয়া থানার পুলিশের একটা দল হানা দিতেই ঘরের সামনে বারান্দায় সাদা বস্তা দিয়ে ঢাকা একটি প্লাস্টিকের জারের মধ্যে বোমাগুলি নজরে পড়ে । এরপর পুলিশ বোমাগুলি উদ্ধারের পাশাপাশি আজাদ শেখকে গ্রেপ্তার করে । আজ শনিবার ধৃতকে আদালতে তুলে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে । পুলিশ জানিয়েছে, ধৃত আজাদ শেখের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।
জানা গেছে,বাঁধমুড়া গ্রামের মাঠপাড়ায় বাড়ি আজাদ শেখের । সে কেরলে রাজমিস্ত্রির কাজ করে । কিছুদিন আগে সে বাড়িতে ফিরেছে । পুলিশের দাবি আজাদ শেখ জঙ্গল শেখের ঘনিষ্ঠ । জঙ্গল জেল থেকে ছাড়া পাওয়ার খবর শুনেই এলাকায় ফিরে এসেছে এবং এলাকায় অশান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে বোমা ও আগ্নেয়াস্ত্র মজুত করতে শুরু করেছিল বলে ধৃত জেরায় কবুল করেছে বলে জানিয়েছে পুলিশ ।।