এইদিন ওয়েবডেস্ক,গোয়ালিয়র,১৭ সেপ্টেম্বর : একসময় দস্যুদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল মধ্যপ্রদেশের চম্বল । আজকাল আবারও লাইমলাইটে এসেছে এই জায়গাটি । তবে ডাকাতের জন্য নয়,বরঞ্চ চিতাবাঘের কারণে ভারতবাসীর নজর চম্বলের দিকে । অপারেশন চিতাহের আওতায় আফ্রিকা মহাদেশ থেকে ৮ টি চিতা আনা হয়েছে । শনিবার আনুষ্ঠানিকভাবে চিতা গুলিকে মধ্যপ্রদেশের শেওপুর জেলার চম্বলের কুনো ন্যাশনাল পার্কে প্রধানমন্ত্রী ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । ওই ৮ টি চিতার মধ্যে রয়েছে ৫ টি স্ত্রী এবং ৩ টি পুরুষ । ৮ টি চিতার জন্য রেডিও কলার লাগানো হয়েছে । স্যাটেলাইটের মাধ্যমে তাদের মনিটরিং করা হবে । পার্কে মনিটরিং টিমও গঠন করা হয়েছে।
নামিবিয়া থেকে বিশেষ বিমানে আটটি চিতাকে প্রথমে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে আনা হয় । বিশেষ বিমানটির সাথে ভারত সরকারের বন্যপ্রাণী বিশেষজ্ঞ, কর্মকর্তা, নামিবিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত এবং চিতা বিশেষজ্ঞদের একটি দল ছিল। বিমানটি গ্যালার বিমানবন্দরে অবতরণ করে যেখানে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও উপস্থিত ছিলেন, তারপরে সমস্ত চিতাগুলিকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের মাধ্যমে কুনো জাতীয় উদ্যানে আনা হয় ।
চিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামিবিয়াকে ধন্যবাদ জানিয়েছেন । নামিবিয়া দেশকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন,’১৯৪৭ সালে যখন দেশে মাত্র ৩ টি চিতা ছিল, তখনও তাদের শিকার করা হয়েছিল । তারপর দীর্ঘ কয়েক দশক ধরে চিতাদের পুনর্বাসনের কোনও চেষ্টাই করা হয়নি । আমি আনন্দিত যে স্বাধীনতার অমৃতে মহোৎসবে ভারতের মাটিতে ফের চিতাবাঘকে পুনরুজ্জীবিত করা হল ।’ চিতা দেখার জন্য দেশবাসীকে ধৈর্য ধরতে হবে বলে জানান প্রধানমন্ত্রী ।।