এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ জুন : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার মুলটি গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৮ জনকে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম তোমাইল মল্লিক,নূরউদ্দিন মল্লিক,আসকর শেখ, ইজাবুল মল্লিক,নাজির মল্লিক সফিকুল মল্লিক, আলাউদ্দিন মল্লিক ও জামিরুদ্দিন মল্লিক । তাঁদের সকলের বাড়ি কাটোয়া থানার মুলটি গ্রামের পশ্চিমপাড়ায় । রবিবার রাতে গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয় । পাশাপাশি একটি বোমা, কয়েকটি লোহার শাবল,লাঠি,পাথর প্রভৃতি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
জানা গেছে, পঞ্চায়েতের বিভিন্ন কাজে কর্তৃত্ব কার দখলে থাকবে তা নিয়ে মুলটি গ্রামের বাসিন্দা দোলাই মল্লিক ও আজিজুল শেখ গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল । তার জেরে সপ্তাহ দুয়েক আগে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় । চলে বোমাবাজি ও গোলাগুলি । বাড়ির মহিলারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে ৷ ঘটনায় এক মহিলাসহ ৫ জন জখম হন । এই ঘটনায় একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ । শেষে রবিবার রাতে ৮ জনকে গ্রেফতার করা হয় । সোমবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।।