এইদিন ওয়েবডেস্ক,বাদাখশান,১৭ ফেব্রুয়ারী : বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের বাদাখশান এলাকায় ভূমিকম্পে ৭৬ টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন প্রদেশের প্রাকৃতিক দুর্যোগের দায়িত্বে থাকা তালিবানের প্রধান মোহাম্মদ আকরাম আকবরী । স্থানীয় সূত্রে খবর,ভারী তুষারপাতের কারণে আগে থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়িগুলি । কিন্তু বিকল্প কোনো উপায় না থাকায় ওই বাড়িতেই বসবাস করতে বাধ্য হচ্ছিল ৭৬ টি পরিবার । কিন্তু বৃহস্পতিবার রাতে ভূমিকম্পে কার্যত ধূলিস্যাৎ হয়ে ওই ওই সমস্ত কাঁচা বাড়িগুলি । তবে হতাহতের বিষয়ে কিছু জানায়নি তালিবান ।
সম্প্রতি বাদাখশানে তুষারধসে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটে । আহত হয় আরও ১৪ জন । এদিকে তুষারধসের পর বাদাখশান প্রদেশের ফৈজাবাদ সহ ১০ টি জেলার মধ্যে রাস্তা এক সপ্তাহের জন্য বন্ধ রয়েছে । এই অবস্থার ধারাবাহিকতা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান প্রক্রিয়াকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে ।।