এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১৯ জানুয়ারী : শীতকাল পড়তেই প্রবল ঠান্ডার মুখে পড়েছে আফগানিস্তান । তার উপর লাগাতার তুষারপাত হচ্ছে দেশ জুড়ে । এদিকে সীমাহীন দারিদ্রের কারনে ঠিকমত শীতের পোশাক জুটছে না আফগানিদের । ফলে বেঘোরে প্রাণ হারাতে হচ্ছে তাদের । বুধবার তালিবানের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা মন্ত্রক জানিয়েছে ঠান্ডা আবহাওয়ার কারণে কমপক্ষে ৭০ জন মানুষ মারা গেছে । পাশাপাশি ৭০,০০০ এরও বেশি গবাদি পশুর মৃত্যু হয়েছে ।
তালিবান কর্মকর্তারা জানিয়েছে,বিগত দুই সপ্তাহ ধরে ঘোর প্রদেশ সহ বেশিরভাগ প্রদেশে তাপমাত্রা “অত্যন্ত” কম ছিল, সপ্তাহান্তে এটি মাইনাস ৩৩ ডিগ্রিতে পৌঁছেছে । যে কারনে দেশ জুড়ে একের পর এক মানুষ ও গবাদি পশুর প্রাণহানীর ঘটনা ঘটেছে ।
স্থানীয় সূত্রের খবর,ঠাণ্ডা মোকাবিলা এবং হতাহতের ঘটনা রোধে ন্যূনতম সুযোগ-সুবিধার ব্যবস্থা করেনি তালিবানরা । এখনও পর্যন্ত এনিয়ে তারা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনাও গ্রহণ করেনি ।
অন্যদিকে আফগান মহিলাদের উপর তালিবানে অমানবিক নিষেধাজ্ঞার জেরে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলি তাদের পরিষেবা দেওয়া বন্ধ করে দিয়েছে । ফলে চুড়ান্ত মানবিক সঙ্কটের মুখে পড়েছে আফগানিস্তানের সাধারণ মানুষ ।।