এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,২৮ জুন : আজ বুধবার উলটো রথের দিন ভয়াবহ দূর্ঘটনা ঘটে গেছে ত্রিপুরার আগরতলার কুমারঘাট শহরে । ধাতব রথের অগ্রভাগ বিদ্যুতের হাইটেনশন তারের সংস্পর্শে এলে ৭ জন পূণার্থীর মৃত্যু হয় । রাস্তার মাঝে মৃতদের দেহগুলি দাউদাউ করে জ্বলতে থাকে । মৃতদের মধ্যে দু’জন শিশুও রয়েছে । শিশুদুটির বয়স ১১ থেকে ১২ বছরের মধ্যে । আহত হয়েছে বহু মানুষ । আহতদের প্রথমে কুমারঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । পরে তাদের সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । কুমারঘাট মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার বলেন, ‘দুই শিশুসহ ৬ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল । তাদের দেহ মারাত্মক ভাবে পুড়ে গিয়েছিল । আহতদের অনেকেই গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন ।’
স্থানীয় সূত্রে খবর,এদিন দুপুরে কুমারঘাট শহরে উলটোরথ বের হয়েছিল । মহিলা, শিশু মিলিয়ে হাজার খানেক পূণ্যার্থী রথের দড়িতে টান দিতে জড়ো হয়েছিলেন । কিন্তু বিকেল প্রায় ৫ টা নাগাদ ধাতব রথটি আসাম-আগারতলা জাতীয় সড়ক দিয়ে কিছুটা এগুতেই বিদ্যুতের হাইটেনশন লাইনের তারের সংস্পর্শে চলে আসে রথের চুড়া । ফলে গোটা রথ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে । রথের উপরে ও আশেপাশে থাকা পূণ্যার্থীরাও বিদ্যুৎস্পৃষ্ট হন । বিদ্যুতের প্রভাবে রথের নিচে থাকা মহিলাদের শরীরে আগুন ধরে যায় । দাউদাউ করে জ্বলতে থাকে তাদের শরীর । ভয়াবহ এই দৃশ্য দেখে মানুষ আতঙ্কে চিৎকার করতে শুরু করে । পরে পুলিশ বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । এদিকে খবর পেয়ে দূর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা ।।