এইদিন ওয়েবডেস্ক,রতুয়া(মালদা),২৫ এপ্রিল : রান্নার গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে ভস্মীভূত হয়ে গেল পাশাপাশি ৭ টি মাটির বাড়ি । ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের চাঁদমণি-২ গ্রাম পঞ্চায়েতের বনডাঙ্গা গ্রামে । সর্বস্ব খুইয়ে কার্যত পথে বসেছে ওই সাতটি দুঃস্থ পরিবার । রতুয়া-১ ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সরকারিভাবে ত্রাণ সামগ্রী দেওয়া হবে ।
স্থানীয় সুত্রে জানা গেছে,বনডাঙ্গা গ্রামের বাসিন্দা তাফজুল আলীর বাড়ির মহিলারা রবিবার বিকেলে রান্নাবান্না করছিলেন । রান্নাঘরে গ্যাস ওভেনে ভাত বসানো হয়েছিল । কোনো কারনে ওভেনটি দাউদাউ করে জ্বলতে শুরু করে । সেই আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরের খড়ের ছাউনিতে । গোটা রান্নাঘরটি দাউদাউ করে জ্বলতে থাকে । এরই মধ্যে বিকট শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় । আশপাশের আরো ৬ টি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে । দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসি ফাঁড়ির পুলিশ । পুলিশ আসার ঘন্টা দেড়েক পর চাঁচল থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় । তবে তার আগেই ভস্মীভূত হয়ে যায় সাতটি পরিবারের ঘরে থাকা টাকাপয়সা,গহনা, বিছানা,আসবাব,পোশাক পরিচ্ছদ,বাসনপত্রসহ যাবতীয় সামগ্রী । সর্বস্ত হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে পরিবারগুলি ।
জানা গেছে,ভস্মীভূত বাড়িগুলি ছিল মাটির ছিটেবেড়া দেওয়াল । কোনো বাড়ির করগেটে ছাউনি,আবার কোনো বাড়ির ছাউনি ছিল খড়ের । ওই সমস্ত ঘরে কোনো রকমে দিন যাপন করত পরিবারগুলি । স্থানীয় পঞ্চায়েতের কাছে আবাস যোজনার অনুদানের জন্য বারবার আবেদন জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ । গ্রামবাসীদে দাবি,সরকারি আবাস যোজনার অনুদান দেওয়ার ব্যবস্থা করা হোক ওই সমস্ত অসহায় পরিবারগুলিকে ।।