এইদিন ওয়েবডেস্ক,মথুরা,০৭ মে : মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় তিন মহিলা ও এক শিশুসহ একই পরিবারের ৭ জনের মৃত্যু হল । গুরুতর আহত হয়েছে আরও ২ জন ৷ শনিবার সকালে মথুরার থানা নৌঝিল এলাকায় যমুনা এক্সপ্রেসওয়ের মাইলস্টোন ৬৮-এ এর কাছে এই দুর্ঘটনা ঘটে । পুলিশ জানিয়েছে, নিহতদের নাম লালু গৌতম, সঞ্জয়, সঞ্জয়ের স্ত্রী নিশা, লালুর স্ত্রী চুটকি, রাজেশ, রাজেশের স্ত্রী নন্দনী, সঞ্জয়ের ছেলে ধীরজ । আহতরা হল শ্রী গোপাল ও হর্ষ ।পুলিশ আহতদের হাসপাতালে ভর্তি করেছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক । মথুরার এসপি দেহাত শ্রীশচন্দ্র জানান, একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ওই ওয়াগনআর গাড়ির সংঘর্ষ হয় । দূর্ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় । পরে ক্রেন দিয়ে ক্ষতিগ্রস্ত গাড়িটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় । চালক ঘুমিয়ে পড়ার কারনেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে বলে জানিয়েছেন এসপি ।
জানা গেছে,বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ওই ওয়াগনআর গাড়িতে চড়ে হারদাই থেকে নয়ডা যাচ্ছিলেন হতাহতরা । এদিন ভোর ৫ টা নাগাদ যমুনা এক্সপ্রেসওয়ের মাইলস্টোন 68-এর কাছে একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ওয়াগনআর গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয় । ওয়াগনআরের ৭ যাত্রী ঘটনাস্থলেই মারা যান । দুজন গুরুতর আহত হন । নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।।