এইদিন ওয়েবডেস্ক,তেলেঙ্গানা,০১ ডিসেম্বর : আজ রবিবার তেলেঙ্গানা রাজ্যের মুলুগু জেলার একটি বনাঞ্চলে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাত মাওবাদী নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে যে তেলেঙ্গানার ইতুরনগরম বনাঞ্চলে পুলিশের নকশাল বিরোধী শক্তি গ্রেহাউন্ডস এবং আল্ট্রাসের মধ্যে অনুসন্ধান অভিযানের সময় ঘটনাটি ঘটেছে।
বন্দুকযুদ্ধে সাতজন মাওবাদী নিহত হয়েছে, একজন সিনিয়র পুলিশ অফিসার পিটিআইকে জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি একে ৪৭ রাইফেলও রয়েছে। নিহতদের মধ্যে কুরসাম মাঙ্গু ওরফে ভদ্রু ওরফে পাপান্না নিষিদ্ধ সিপিআই-মাওবাদী তেলেঙ্গানা স্টেট কমিটির (ইয়েলান্দু নারসাম্পেট) সেক্রেটারি ছিলেন ।
জানা গেছে,আজ সকালে মুলুগু জেলার ইতুরু নাগারাম মন্ডল এজেন্সির জঙ্গলে ব্যাপক সংঘর্ষ হয় । সেই সংঘর্ষে মাওবাদী বাহিনীর কমান্ড টিমের সঙ্গে আরও সাত নকশাল নিহত হয় । অভিযান চালিয়ে মৃতদেহগুলির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ ৷ সিপিআই-মাওবাদী তেলেঙ্গানা স্টেট কমিটির সেক্রেটারি ছাড়াও মৃতদের মধ্যে রয়েছে, এগোলাপু মাল্লাইয়া ওরফে মধু,মুসাকি দেবাল ওরফে করুণাকর, মুসাকি যমুনা, জয়সিং,কিশোর এবং কামেশ ।।

