এইদিন ওয়েবডেস্ক,পাটনা(বিহার),০৪ মার্চ : বৃহস্পতিবার গভীর রাতে বিহারের ভাগলপুরে একটি বাড়িতে একটি শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও ৮ জন । ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পাকা বাড়িটিও । ভাগলপুর জেলা শাসক সুব্রত কুমার সেন বলেছেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওই বাড়িতে বসবাসকারী পরিবারটি আতশবাজি তৈরি করছিল। বৃহস্পতিবার রাত ১১.৩০ নাগাদ বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় । তারপর জেসিবি-র সাহায্যে ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে হতাহতদের উদ্ধারের কাজ শুরু হয় । আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু চলছে ।’
পুলিশ সুত্রে জানা গেছে,ভাগলপুরের কাজওয়ালি চক এলাকার বাসিন্দা মহেন্দ্র মণ্ডল নামে জনৈক এক ব্যক্তির বাড়িতে বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে । সেই সময় পরিবারের সদস্যরা আতশবাজি তৈরির কাজে ব্যাস্ত ছিলেন । তখন কোনওভাবে বারুদে আগুন ধরে যায় । বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওই পাকা বাড়িটি কার্যত ধূলিস্যাৎ হয়ে যায় । পাশের দুই থেকে তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয় । বিস্ফোরণে একই পরিবারের ৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।।