এইদিন ওয়েবডেস্ক,মোগাদিশু,৩০ সেপ্টেম্বর : শুক্রবার বিকেলে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি চায়ের দোকানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অন্তত ৬ জন । নিহতদের মধ্যে অধিকাংশ জন সেনাকর্মী এবং একজন চিকিৎসা কর্মী রয়েছে । কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদার শাখা সংগঠন আল শাবাব গ্রুপ (Al Qaeda-linked al Shabaab group) তাদের আরবি মিডিয়া ইউনিট শাহদা নিউজ এজেন্সিতে এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছে। সন্ত্রাসীরা মৃতের সংখ্যা ১১ এবং আহতের সংখ্যা ১৮ বলে দাবি করেছে । তবে পুলিশ মৃতের সংখ্যা পাঁচজন বলে জানিয়েছে ।
রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে,সোমালিয়ার সংসদ ও রাষ্ট্রপতি ভবন যাওয়ার রাস্তার একটি চেকপয়েন্টের কাছে রয়েছে ওই চায়ের দোকানটি । দোকানটিতে প্রায়ই সৈন্যরা চা পান করতে আসে । শুক্রবার বিকেলেও যথারীতি বেশ কিছু সেনা জওয়ান চা পান করতে এসেছিল । ঠিক সেই সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আল শাবাবের এক সন্ত্রাসবাদী । ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা কর্মীরা মৃতের সংখ্যা সাত এবং আহত আটজন বলে জানিয়েছেন ।
যদিও পুলিশের মুখপাত্র সাদিক আলি বলেছেন, বিস্ফোরণে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন । তিনি আরও জানান, বোমা হামলাকারী আল কায়েদা-সংশ্লিষ্ট আল শাবাবের সদস্য। সে পাঁচজনকে মেরেছে… যারা সবাই চা খাচ্ছিল । আত্মঘাতী বোমা হামলাকারী খারিজি সন্ত্রাসীদের একজন ছিল ।’ উল্লেখ্য,আল কায়েদা-সংযুক্ত আল শাবাব গ্রুপকে বোঝাতে সরকার খারিজি শব্দটি ব্যবহার করে ।
প্রসঙ্গত,সন্ত্রাসী সংগঠন আল শাবাবের লক্ষ্য হল সোমালিয়ার কেন্দ্রীয় সরকারকে পতন ঘটিয়ে দেশে ইসলামি শরিয়তি শাসন লাগু করা । সেই কারনে তারা দেশ জুড়ে নিয়মিত ব্যবধানে নাশকতা চালিয়ে আসছে । জুন মাসে মোগাদিশুর দক্ষিণ-পশ্চিমে তাদের ঘাঁটিতে ৫৪ জন উগান্ডার সৈন্যকে হত্যা করেছিল ।।