এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০২ অক্টোবর : ইসরায়েলের রাজধানী তেল আবিবে সন্ত্রাসবাদীদের বন্দুক ও ছুরি হামলায় ৭ জন নিহত হয়েছেন । খতম হয়েছে ২ সন্ত্রাসবাদী । আজ মঙ্গলবার সন্ধ্যায় তেল আবিবের জাফা এলাকায় এই ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছে আরও আটজন। এ ঘটনাকে প্রাণঘাতী ‘সন্ত্রাসী’ হামলা বলছে ইসরায়েলি পুলিশ।
ইসরায়েলজুড়ে মঙ্গলবার রাতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ১৮০ টির বেশি ক্ষেপণাস্ত্র একযোগে আক্রমণ করেছে ইসরায়েলে। ইরানের এই হামলা কিছুক্ষণ আগে তেল আবিবে বেসামরিক লোকজনের ওপর ছুরি হামলা ও গুলির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেল আবিবের জাফায় একটি ছোট ট্রেনে বেসামরিক লোকজনের ওপর ছুরিকাঘাত চালায় দুই সন্ত্রাসবাদী । সন্ত্রাসীরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে ও নগরীর জেরুজালেম সড়কে হাঁটতে হাঁটতে লোকজনের দিকে গুলি চালায় ও বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করে।
পুলিশ জানায়, এক পর্যায়ে এক নিরাপত্তা কর্মকর্তাসহ বেসামরিক ইসরায়েলিরা মিলে ওই দুই সন্ত্রাসবাদীকে গুলি করে হত্যা করেছে। ইসরায়েলের পুলিশ কমিশনার দানিয়েল লেভি জানান, এই হামলার বিষয়ে ইসরায়েল পুলিশের কাছে আগাম কোনো গোয়েন্দা তথ্যও ছিল না। পুলিশ বলছে, দুই হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। খালাফ সাহের রজব ও হাসান তামিমি নামে ওই দুই সন্ত্রাসবাদী ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনের বাসিন্দা। ইসরায়েলি পুলিশ বলছে, এ হামলার ঘটনাটি বিগত কয়েক বছরের মধ্যে ইসরায়েলে অন্যতম প্রাণঘাতী হামলা। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই নাশকতার দায় স্বীকার করেনি।।